PBKS vs MI IPL 2023: লিভিংস্টোন-জীতেশের ব্যাটে ভর করে পাঞ্জাবের ইতিহাস, মুম্বইয়ের লক্ষ্য ২১৫ রান
PBKS vs MI 1st Innings Highlights: চতুর্থ উইকেটে লিভিংস্টোন ও জীতেশ চতুর্থ উইকেটে ৫২ বলে ১১৯ রান যোগ করেন।
মোহালি: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে আজকের আইপিএল (IPL 2023) ম্যাচে দু'শো রানের গণ্ডি পার করেই ইতিহাস গড়ে ফেলল পাঞ্জাব কিংস (Punjab Kings)। এই নিয়ে টানা চার ম্যাচে দু'শো রানের গণ্ডি পার করল পাঞ্জাব। আইপিএলে এর আগে আর কোনও দলের এই কৃতিত্ব নেই। পল্টনদের বিরুদ্ধে জীতেশ শর্মা(Jitesh Sharma) ও লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone )পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন। এই দুই তারকার শতরানের পার্টনারশিপের দৌলতেই পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ২১৪/৩ তুলল।
রোহিতের মাইলফলক ম্যাচ
এদিন প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নিজের দু'শোতম ম্যাচ খেলা রোহিত শর্মা টস জিতে প্রথমে পাঞ্জাবকে ব্যাট করার আহ্বান জানান। শুরুটা পাঞ্জাব একেবারেই ভালভাবে করতে পারেনি। প্রভসিমরণ সিংহকে ৯ রানে সাজঘরে ফেরত পাঠান আর্শাদ খান। তবে শুরুতেই উইকেট হারালেও, পাঞ্জাব অধিনায়ক শিখর ও ম্যাট শর্ট দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। পাওয়ার প্লের ছয় ওভারেই পাঞ্জাব ৫০ রানের গণ্ডি পার করে ফেলে। তবে বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে শিখরকে ৩০ রানে সাজঘরে ফেরত পাঠান পীযূষ চাওলা। তিনিই ম্যাট শর্টকেও ২৭ রানে ফেরান। পীযূষের ভেল্কিতে অল্প রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে যায় পাঞ্জাব। এরপরেই ক্রিজে লিভিংস্টোনকে সঙ্গ দিতে নামেন জীতেশ শর্মা।
জীতেশ-লিভিংস্টোনের শতরানের পার্টনারশিপ
জীতেশ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। মুম্বইয়ের বড় ভরসা ছিল জোফ্রা আর্চারের আগ্রাসী, গতিময় বোলিং। কিন্তু তাঁর বিরুদ্ধেই আক্রমণ শানান জীতেশ ও লিভিংস্টোন। ১২তম ওভারে আর্চারের বিরুদ্ধে ২১ রান তোলেন দুইজনে। দেখতে দেখতেই মাত্র ২৪ বলে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন দুই তারকা। লিভিংস্টোন নিজের অর্ধশতরানও পূর্ণ করে ফেলেন। লিভিংস্টোন ও জীতেশ আগ্রাসী ব্যাটিংয়ে ঝাঁঝে নাজেহাল অবস্থা হয় মুম্বইয়ের। ১৯তম ওভারে ফের একবার আর্চারের বিরুদ্ধে দুই তারকা ব্যাট হাতে ঝড় তোলেন।
আর্চারের ১৯তম ওভারে ২৭ রান উঠে। নির্ধারিত চার ওভারে ইংল্যান্ড তারকা বিনা উইকেটে ৫৬ রান খরচ করেন। আর্শাদ খান মুম্বইয়ের হয়ে ইনিংসের শেষ ওভারটা ভালই বোলিং করেন, নাহলে পাঞ্জাবের স্কোর কিন্তু ২২০ পার করে যেতেই পারত। এবার দেখার পাঞ্জাবের বোলাররা কেমন পারফর্ম করেন।
আরও পড়ুন: বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের