Peter Drury-Harsha Bhogle: ভোগলকেই নিজের হিরো বলে দাবি ড্রুরির, জবাবে কী বললেন হর্ষ?
WTC Final 2023: আসন্ন সপ্তাহেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। সেই ম্যাচে ধারাভাষ্য দিতে বিলেতে উপস্থিত থাকবেন হর্ষ। পিটার আবার থাকেন লন্ডনেই।
লন্ডন: ফুটবল জগতের প্রসিদ্ধ ধারাভাষ্যকার পিটার ড্রুরি (Peter Drury)। লিওনেল মেসির বিশ্বজয়ের মুহূর্ত থেকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে এএস রোমার ঐতিহাসিক প্রত্যাবর্তন, চিরস্মরণীয় একাধিক মুহূর্তকে নিজের ধারাভাষ্যের মাধ্যমে আরও জীবন্ত করে তুলতে ড্রুরির জুড়ি মেলা ভার। সেই প্রখ্যাত ইংরেজ ধারভাষ্যকারের 'হিরো' কে জানেন? তিনি আর কেউ নন, 'ক্রিকেটের ভয়েস' হিসাবে পরিচিত হর্ষ ভোগলে (Harsha Bhogle)।
ঠিক যেমন নিজের ধারাভাষ্যের মাধ্যমে ক্রিকেটের বিভিন্ন স্মরণীয় মুহূর্তে প্রাণপ্রতিষ্ঠা করেন হর্ষ, তেমনই ড্রুরির আওয়াজে ফুটবলের বিভিন্ন মুহূর্ত আরও প্রাণবন্ত হয়ে উঠেন। সামনের সপ্তাহে এই দুই তারকা ধারাভাষ্যকারই সাক্ষাৎ করতে চলেছেন। আসন্ন সপ্তাহেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) আয়োজিত হবে। সেই ম্যাচে ধারাভাষ্য দিতে বিলেতে উপস্থিত থাকবেন হর্ষ। পিটার আবার থাকেন লন্ডনেই। এই সময়েই দুই তারকা ধারাভাষ্যকারের সাক্ষাৎ হতে চলেছে।
ইউরোপা লিগের ফাইনালে ধারাভাষ্য দেওয়ার মাঝে পিটার ড্রুরিই প্রথমে নিজের হিরো হর্ষ ভোগলের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানান। তিনি বলেন, 'আশা করছি পরবর্তী সপ্তাহেই আমাদের দেখা হবে। আমার আর তর সইছে না। ওঁ আমার হিরো।' পরবর্তীতে হর্ষও সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি লেখেন, 'কী সুন্দরভাবে ওঁ বাড়িয়ে চাড়িয়ে গোটা বিষয়টা বলল। পরবর্তী সপ্তাহে তোমার সঙ্গে দেখা করে খেলাধুলোর বিষয় ও ব্রডকাস্টিংয়ের বিষয়ে আলাপ আলোচনা করার জন্য মুখিয়ে রয়েছি পিটার ড্রুরি।'
He exaggerates so stylishly! Indeed #peterdrury, look forward to meeting you next week and sharing thoughts on sport and broadcasting. https://t.co/rwgm9K4N9s
— Harsha Bhogle (@bhogleharsha) May 31, 2023
কোন বলে ফাইনাল?
আইসিসির তরফে জানানো হয়েছে ডিউকস বলেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। এই বলে ফাইনাল খেলাটা দুই দলের ক্ষেত্রেই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ ভারত ও অস্ট্রেলিয়, দুই দলের কেউই নিজেদের ঘরের মাঠে ডিউকস বলে খেলে না। ভারতে যেখানে এসজি বলে খেলা হয়, অস্ট্রেলিয়ায় সেখানে ব্যবহৃত হয় কুকাবুরা বল। তাই দুই দলকেই ভিন্ন চরিত্রের বলের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং লড়াইটাও সমান সমান হবে।
আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?