এক্সপ্লোর
Advertisement
বিরাট ‘অনলাইন জুয়ো’ জনপ্রিয় করছেন, গ্রেফতারি চাই, মাদ্রাজ হাইকোর্টে পিটিশন
ওই আইনজীবী এক তরুণের মর্মান্তিক পরিণতির উল্লেখ করেন, যে অনলাইনে জুয়ো খেলবে বলে টাকা নিয়ে ফেরত দিতে না পেরে আত্মহত্যা করেছে। অনলাইনে জুয়ো খেলে আর্থিক ভাবে সর্বস্বান্ত হয়ে যুবকদের আত্মহত্য়ার প্রবণতা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
চেন্নাই: মাদ্রাজ হাইকোর্টে বিরাট কোহলি ও তামান্নার গ্রেফতারি চেয়ে পিটিশন দিলেন চেন্নাইয়ের এক আইনজীবী। তাঁর অভিযোগ, ভারতীয় ক্রিকেট দলপতি ও রুপোলি পর্দার নায়িকা অনলাইন জুয়োখেলাকে জনপ্রিয় করছেন। আইনজীবীর পিটিশনে বলা হয়েছে, মাদ্রাজ হাইকোর্ট অনলাইনে জুয়োখেলার অ্যাপগুলিকে নিষিদ্ধ করুক। যুবসমাজ জুয়োখেলায় আকৃষ্ট হচ্ছে। অনলাইন জুয়ো কোম্পানিগুলি যুবকদের মগজ ঝোলাই করতে বিরাট, তামান্নার মতো তারকাদের ব্যবহার করছে। তাই ওদের গ্রেফতার করা উচিত।
ওই আইনজীবী এক তরুণের মর্মান্তিক পরিণতির উল্লেখ করেন, যে অনলাইনে জুয়ো খেলবে বলে টাকা নিয়ে ফেরত দিতে না পেরে আত্মহত্যা করেছে। অনলাইনে জুয়ো খেলে আর্থিক ভাবে সর্বস্বান্ত হয়ে যুবকদের আত্মহত্য়ার প্রবণতা বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। আরও বলেন, অনলাইনে জুয়ো খেলতে গিয়ে চড়া সুদে যুবকরা টাকা ধার করছে, হেরে গিয়ে আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে। যে ব্লু হোয়েল গেমে আসক্তির ফলে বহু যুবকের প্রাণ গিয়েছে, তার সঙ্গে তিনি তুলনা করেন অনলাইন গেমিংয়ের।
আগামী মঙ্গলবার মামলার শুনানির দিন স্থির হয়েছে।
এদিকে বিরাট সামনেই আইপিএলের জন্য তৈরি হচ্ছেন। গত কয়েক সপ্তাহে ভারতীয় ক্রিকেটাররা তিন মাস লকডাউনে কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ স্থগিত করে দেওয়ার পর বিসিসিআই সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল শুরুর তোড়জোড় করছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
জেলার
Advertisement