PM Modi on Tokyo Olympics: স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লায় ভারতীয় অলিম্পিয়ানদের সঙ্গে দেখা করবেন মোদি
আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনেই সমস্ত অলিম্পিয়ানদের লাল কেল্লায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধামন্ত্রী। লাল কেল্লায় স্বাধীনতা দিবসের দিন বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে প্রধমন্ত্রীর তরফে অলিম্পিয়ানদের।
নয়াদিল্লি: অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনেই সমস্ত অলিম্পিয়ানদের লাল কেল্লায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধামন্ত্রী। লাল কেল্লায় স্বাধীনতা দিবসের দিন বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে প্রধমন্ত্রীর তরফে ভারতীয় অলিম্পিয়ানদের। সেদিন প্রত্যেক অ্যাথলিটদের সঙ্গে আলাদা করে কথাও বলবেন প্রধামন্ত্রী।
টোকিও অলিম্পিক্সে বেলজিয়ামের বিরুদ্ধে হকিতে সেমিফাইনালে হারতে হয়েছে ভারতকে। সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। তবে এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে। এরই মধ্যে ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘জেতা-হারা জীবনের অঙ্গ। আমাদের ছেলেদের হকি দল অলিম্পিক্সে নিজেদের সেরাটা দিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। যা মুখ্য বিষয়। পরবর্তী ম্যাচের জন্য শুভেচ্ছা জানাই। ভারত তোমাদের জন্য গর্বিত।’
এদিন হকিতে টোকিও অলিম্পিক্সে হকির সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হার ভারতের। ৫-২ গোলে হার ভারতের। এদিন খেলার শুরু থেকেই দু দলের মধ্যে কড়া টক্কর হয়। কিন্তু চতুর্থ কোয়ার্টারে গিয়ে খেই হারিয়ে ফেলে ভারতীয় দল।
এর আগে ব্য়াডমিন্টনে ইতিহাসে নাম তুলেছিলেন পি ভি সিন্ধু। দেশের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে জোড়া অলিম্পিক্স পদক জিতেছিলেন। আর পুরুষ ও মহিলা মিলিয়ে ধরলে দ্বিতীয় হিসাবে দুটো অলিম্পিক্স পদক। সিন্ধুর আগে একমাত্র কুস্তিগীর সুশীল কুমারের যে কীর্তি রয়েছে।
গত রবিবার ভারতীয় সময় সন্ধেবেলা ব্রোঞ্জ পদকের ম্যাচে চিনের প্রতিপক্ষ হে বিং জিয়াওকে স্ট্রেট গেমে হারিয়ে দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, টোকিও অলিম্পিক্স থেকে রুপো জিতে ফেরা ভারোত্তোলক মীরাবাঈ চানুকে অভিনন্দন জানিয়েছিলেন।
ব্রোঞ্জ জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন, 'আপনার অনবদ্য পারফরম্যান্সে উচ্ছ্বসিত। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের শুভেচ্ছা। আমাদের দেশের গর্ব সিন্ধু, অসাধারণ অলিম্পিয়ানদের মধ্যে একজন।' দেশের ক্রীড়াবিদদের টোকিও থেকে পারফরম্যান্স তিনি যে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন, তাও নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি।