PM Modi In Varanasi: শিবের ত্রিশূল-ডুগডুগি-বেলপাতার আদলে ক্রিকেট স্টেডিয়াম, শনিবার শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
Varanasi Cricket Stadium: সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তাবিত নকশা।
বারাণসী: ফের একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে উত্তরপ্রদেশ। এবার বারাণসীতে। যে স্টেডিয়ামের নির্মাণভাবনায় মহাদেব।
বারাণসী (Varanasi) মানেই শিবভূমি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে বারাণসী। যে কারণে শহরের ক্রিকেট স্টেডিয়ামেও থাকবে ভোলেনাথের ছায়া। স্টেডিয়ামের নকশায় থাকছে মহাদেবের ত্রিশূল, ডুগডুগি, বেলপাতাও। শনিবার স্টেডিয়ামের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। থাকার কথা সুনীল গাওস্কর, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটারদেরও। বারাণসী শহর জুড়ে সাজো সাজো রব।
সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তাবিত নকশা। সেই সকল ছবি থেকে দেখা গিয়েছে, বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট দেখতে মহাদেবের ত্রিশূলের মতো। প্রেসবক্স মহাদেবের ডুগডুগির মতো। উপর থেকে ওই স্টেডিয়াম দেখতে লাগবে অর্ধচন্দ্রের মতো। যেমন মহাদেবের জটায় থাকে অর্ধচন্দ্র।
উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সিইও অঙ্কিত চট্টোপাধ্যায় বারাণসী স্টেডিয়ামের ডিজাইন নিয়ে বলেছেন, ‘বারাণসীতে যে নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, তা অর্ধচন্দ্রের মতো দেখতে হবে। মহাদেবের বিভিন্ন সামগ্রীর উপর ভিত্তি করে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্থাপত্যের কাজগুলি করা হচ্ছে। অর্ধচন্দ্রাকৃতি ডোম থাকবে। ত্রিশূল আকৃতির ফ্লাডলাইট, আসনগুলি কাশীর ঘাটের মতো দেখতে হবে। এ ছাড়া সম্মুখভাগে বিল্বপত্র আকৃতির ধাতব নকশা থাকবে।’
#WATCH | Varanasi, UP: People decorate their homes with lights ahead of Prime Minister Narendra Modi's visit to Varanasi tomorrow
— ANI (@ANI) September 22, 2023
The Prime Minister will lay the foundation stone of an International Cricket Stadium in Varanasi. pic.twitter.com/hEt71vXJCX
বারাণসীর রিং রোডের পাশে গঞ্জারি গ্রামে নতুন স্টেডিয়ামের জন জমি চিহ্নিত করেছিল উত্তরপ্রদেশ সরকার। জমি অধিগ্রহণ করতে যোগী আদিত্যনাথ সরকারের খরচ হয়েছে ১২১ কোটি টাকা। স্টেডিয়াম তৈরির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বরাদ্দ করেছে ৩৩০ কোটি টাকা। সব মিলিয়ে নতুন স্টেডিয়াম তৈরির জন্য প্রাথমিক ভাবে ৪৫১ কোটি টাকা ধার্য করা হয়েছে। শনিবারের শিলান্যাস অনুষ্ঠানে সচিন-গাওস্করের পাশাপাশি থাকার কথা রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকার, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি এবং সচিব জয় শাহেরও।
আরও পড়ুন: কোন মন্ত্রে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট, ফাঁস করলেন শামি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন