এক্সপ্লোর
কাবেরী জলবন্টন ইস্যু: চেন্নাই বনাম নাইট রাইডার্স ম্যাচের আগে বিক্ষোভকারীদের তাড়া, স্টেডিয়ামে মোতায়েন চার হাজার পুলিশ

চেন্নাই: কাবেরী জলবন্টন ইস্যুতে তামিলনাড়ুতে বিক্ষোভের ছায়া আইপিএলের ম্যাচেও। চেন্নাইতে আইপিএলের ম্যাচ আয়োজনের বিরোধিতায় বিক্ষোভ। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আগে কোনও কোনও স্থানে বিক্ষোভকারীদের তাড়া করে হঠিয়ে দেয় পুলিশ। একটি স্থানে বিক্ষোভকারীরা চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, এদিন তামিঝাঘা ভাঝভুরিমাই কাচ্চি (টিভিকে), নাম তামিঝার, ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং কয়েকটি মুসলিম সংগঠন সহ তামিলপন্থী গোষ্ঠীগুলির কয়েকশ সমর্থক শহরের আন্না সালাই ও টিটিকে সালাইয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি অবরোধ করে। এতে ব্যাপক যানজট তৈরি হয়। কোনও কোনও জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পরিচালক ভারতীরাজা ও জাতীয় পুরস্কারজয়ী সুরকার ভৈরামুথু সহ তামিল সিনেমা সেলিব্রিটিরাও বিক্ষোভে যোগ দেন। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পুলিশ ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করে। টিম হোটেল থেকে স্টেডিয়ামে আসার রাস্তায় নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। বিক্ষোভের কারণে চেন্নাই দল স্টেডিয়ামে নির্ধারিত সময়ের কিছুটা পরে পৌঁছয়। এম চিদম্বরম স্টেডিয়াম কার্যত দূর্গে পরিণত হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে র্যাফ ও কম্যান্ডো সহ চার হাজার পুলিশ কর্মী। উল্লেখ্য, ২০১৫-র পর এই প্রথম চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছে নাইট রাইডার্স। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে কাবেরী ইস্যুতে তামিলনাড়ুতে ডিএমকে সহ অন্যান্য সংগঠন বিক্ষোভ প্রদর্শন করছে। এদিন প্রতিবাদকারীরা কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠন না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















