Cooch Behar Trophy: যুবরাজের ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে ৪০৪! হইচই ফেলে দিলেন দিলেন প্রখর
Prakhar Chaturvedi: ইতিহাস তৈরি করে ফেলেছেন প্রখর। তাও আবার ঘরোয়া ক্রিকেটের প্রবল শক্তিশালী দল মুম্বইয়ের বিরুদ্ধে।
শিমোগা: সোমবারের আগে পর্যন্ত প্রখর চতুর্বেদীর (Prakhar Chaturvedi) নাম সকলে শুনেছেন বলে জানা নেই। তবে এদিনের পর থেকে ভারতীয় ক্রিকেটমহলে অন্তত সকলেই তাঁর নামের সঙ্গে সড়গড় হয়ে উঠবেন।
ইতিহাস তৈরি করে ফেলেছেন যে প্রখর। তাও আবার ঘরোয়া ক্রিকেটের প্রবল শক্তিশালী দল মুম্বইয়ের বিরুদ্ধে। রবিবার শিমোগায় প্রথম ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফির ফাইনালে চারশো রান করেছেন প্রখর। ভেঙে দিয়েছেন যুবরাজ সিংহের ২৪ বছরের পুরনো রেকর্ড। কোচবিহার ট্রফির ফাইনালে যুবির ৩৫৮ রানই ছিল এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। সেটা ভেঙে দিলেন প্রখর। সব মিলিয়ে কোচবিহার ট্রফিতে প্রখরের ইনিংস দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন ২০১১-১২ মরশুমে মহারাষ্ট্রের বিজয় জোল। অসমের বিরুদ্ধে অপরাজিত ৪৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ইনিংস ওপেন করতে নেমে অপরাজিত ৪০৪ রান করেছেন কর্নাটকের প্রখর। ম্যাচে মুম্বইকে কার্যত কোণঠাসা করে প্রথম ইনিংসের লিড অর্জন করে নেয় কর্নাটক। মুম্বই প্রথমে ব্যাটিং করে তুলেছিল ৩৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২২৩ ওভারে কর্নাটক তোলে ৮ উইকেটে ৮৯০ রান। ৬৩৮ বলে ৪০৪ রান করেন প্রখর। তাঁর ইনিংসে ছিল ৪৬টি চার ও ৩টি ছক্কা।
অথচ মরশুমের শুরুতে কর্নাটকের অনূর্ধ্ব ১৯ দলেই ছিলেন না প্রখর। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলেও নেই তিনি। তবে রবিবারের ইনিংসের পর রঞ্জি ট্রফির জন্য কর্নাটকের সিনিয়র দলে ঢোকার ক্ষেত্রেও জোরাল দাবিদার হয়ে উঠলেন। রবিবারই রঞ্জি ট্রফিতে গুজরাতের কাছে ৬ রানে হেরে গিয়েছে কর্নাটক। ১১০ রান তাড়া করতে নেমে ৫৩ রানে অল আউট হয়ে যায় কর্নাটক।
বেঙ্গালুরুর দ্রাবিড়-পাডুকোন সেন্টার অফ স্পোর্টস এক্সেলেন্সে কর্নাটকের প্রাক্তন অলরাউন্ডার ও প্রধান নির্বাচক কে জেশওয়ন্তের কাছে প্রশিক্ষণ নেন প্রখর। জেশওয়ন্ত বলেছেন, 'অনূর্ধ্ব ১৬ দলে দুর্ভাগ্যবশত বাদ পড়েছিল ও। তারপর নির্বাচকদের রীতিমতো বোঝাতে হয়েছিল ওকে দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা। অনূর্ধ্ব ১৯ দলেও ওকে প্রথমে নেওয়া হয়নি। এক গল্প। তবে এবার সৌভাগ্যবশত ও সুযোগ পায়। এবং প্রয়োজনের সময় পারফর্ম করে। আমি একেবারেই অবাক হব না যদিও ওকে সিনিয়র কর্নাটক দলে আচমকা ডেকে নেওয়া হয়।'
আরও পড়ুন: খারাপ আবহাওয়ায় শেষ দিন খেলাই হল না, মুঠোয় থাকা ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরছে বাংলা