IND vs ENG: প্রস্তুতি ম্যাচ শেষে কেমন হতে পারে বার্মিংহ্যাম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
IND vs ENG Test: সেখানে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম আশার আলো দেখাচ্ছে ভারতকে। প্রস্তুতি ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
![IND vs ENG: প্রস্তুতি ম্যাচ শেষে কেমন হতে পারে বার্মিংহ্যাম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ Predicting Team India's playing XI based on the warm-up game IND vs ENG: প্রস্তুতি ম্যাচ শেষে কেমন হতে পারে বার্মিংহ্যাম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/27/75e15c019b170f5b50889d4c8af4ed77_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্মিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ সেরে নিয়েছে ভারতীয় দল। প্রত্যেকেই ইংল্য়ান্ডের (England) আবহাওয়ায় নিজেদের একবার ঝালিয়ে নিয়ে আগামী ১ তারিখ মাঠে নামতে চলেছে। রোহিত শর্মা যেখানে করোনা আক্রান্ত হওয়ার জন্য কিছুটা চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের, সেখানে বিরাট কোহলির ফর্ম আশার আলো দেখাচ্ছে ভারতকে। প্রস্তুতি ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্সের বিচারে কেমন হতে পারে বার্মিংহ্যাম টেস্টে ভারতের প্রথম একাদশ।
কেমন হতে পারে সম্ভাব্য ভারতীয় একাদশ
রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তিনি টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন। এই পরিস্থিতিতে রোহিতকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে বোর্ড। শেষ মুহূর্ত পর্যন্ত যদি রোহিত খেলতে না পারেন, তবে ওপেনিংয়ে গিলের সঙ্গী হতে পারেন কে এস ভরত। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছেন ভরত। প্রথম ইনিংসে ৭০ ও দ্বিতীয় ইনিংসে ৪৩ রানের ইনিংস খেলেছেন ভরত। তিন নম্বর পজিশনে থাকবেন বিরাট কোহলি, চারে চেতেশ্বর পূজারা ও পাঁচে ঋষভ পন্থ থাকছেন।
তবে ষষ্ঠ ব্য়াটার হিসেবে শ্রেয়স আইয়ার সুযোগ পেতে পারেন। তিনি লেস্টারশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেছেন। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে খারাপ পারফরম্যান্সের জন্য হনুমা বিহারীকে হয়ত বেঞ্চেই বসতে হবে। স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন থাকছেন একাদশে। এছাড়া পেসার জুটি মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা থাকছেন। তৃতীয় পেসারের লড়াই মূলত হবে নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুরের মধ্যে। সাইনি ৩ উইকেট প্রস্তুতি ম্যাচে পেলেও লোয়ার অর্ডারে শার্দুলের ব্য়াটিং দলকে গভীরতা দেবে। তাই শার্দুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা/কে এস ভরত, শুভমন গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা
রোহিত যদি একান্তই খেলতে না পারেন তবে বুমরাকে বিকল্প অধিনায়ক হিসেবে তৈরি রাখা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)