Erling Haaland: প্রিমিয়ার লিগে একের পর এক রেকর্ড ভাঙছেন গড়ছেন হালান্ড
Erling Haaland Record: সব টুর্নামেন্ট মিলে ৪৫ ম্যাচে ৫১ গোল করে ফেললেন হালান্ড। ইপিএলে ৩৫ গোল ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ঝুলিতে রয়েছে ১২ গোল।
লন্ডন: বরুসিয়া ডর্টমুন্ড থেকে চলতি মরসুমেই ম্যান সিটিতে (Manchester City) যোগ দিয়েছিলেন। প্রথম ম্যাচে সুযোগ মিস, খারাপ পারফরম্যান্স নিয়ে কম কাঁটাছেড়া হয়নি। কিন্তু তারপর থেকেই ক্রমেই নিজেকে মেলে ধরেছেন আর্লিং হালান্ড (Erling Haaland)। এবার একের পর এক রেকর্ড ভাঙছেন ও গড়ছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। বুধবার রাতে ইংলিশ লিগে এক মরসুমে সর্বোচ্চ ৩৫ গোল করলেন হালান্ড। ৩৮ ম্যাচের লিগ ফর্ম্যাটে আগেই মহম্মদ সালাহর রেকর্ড ভেঙেছিলেন নরওয়ের ফুটবলার। আগে যখন ৪২ ম্যাচের লিগ ফর্ম্যাট ছিল, সেই সময়ের অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারের ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন তিনি। ৩৫ গোল করতে নিয়েছেন মাত্র ৩১ ম্যাচ। সব টুর্নামেন্ট মিলে ৪৫ ম্যাচে ৫১ গোল করে ফেললেন হালান্ড। ইপিএলে ৩৫ গোল ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ঝুলিতে রয়েছে ১২ গোল, এফএ কাপে রয়েছে ৩ গোল, ইএফএল কাপে ১ গোল আছে তাঁর।
তবে হালান্ডের সামনে রয়েছে আরও রেকর্ড ভাঙার সুযোগ। ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও তিনটি ম্যাচ খেলা বাকি ম্যান সিটির। এফ এ কাপেও ১টি ম্যাচ খেলবে তারা। আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারলে আরও তিনটি ম্যাচ। সব মিলে আর ১৩টি গোল যদি করতে পারেন হালান্ড বাকি ম্য়াচগুলোয় তবে এক মরসুমের সব টুর্নামেন্ট মিলিয়ে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে ফেলবেন তিনি। ১৯২৭-২৮ মরসুমে এভার্টনের সেন্টার ফরোয়ার্ড ডিক্সি ডিন সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে মোট ৬৩ গোল করেছিলেন। সেই রেকর্ড এবার নিজের দখলে নেওয়ার সুযোগ থাকছে হালান্ডের সামনে।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যান সিটি। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন হালান্ড। এই গোলের মধ্য দিয়েই তিনি নতুন ইতিহাস গড়েন। এমন এক দারুণ অর্জনের স্বীকৃতি হিসেবে মাঠ ছেড়ে যাওয়ার সময় ম্যান সিটির পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে হালান্ডকে।
হালান্ড তাঁর ৩১ ম্য়াচে ৩৫ গোল করে ফেললেন। প্রতি ৯০ মিনিটে ১.২৬টি করে গোল করেছেন নরওয়ের এই স্ট্রাইকার। প্রতি ২১টি ছোঁয়াতে গোলের মুখ দেখেছেন হালান্ড। মোট ১০৮টি শট হাঁকিয়েছেন তিনি। তার মধ্যে গোলমুখে শট ৫৬টি।
আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা