Premier League: তিনে তিন, আর্সেনালের হারে নাগাড়ে তৃতীয় প্রিমিয়ার লিগ জিতল ম্যান সিটি
Manchester City: তিন ম্যাচ বাকি থাকতে ৮৫ পয়েন্ট নিয়ে খেতাব জিতে নিল পেপ গুয়ার্দিওলার দল।
নয়াদিল্লি: লিগের সিংহভাগ সময়ই প্রিমিয়ার লিগ (Premier League) তালিকার শীর্ষে ছিল আর্সেনাল (Arsenal)। আশা ছিল দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে খেতাব হাতে তুলবেন মিকেল আর্টেটার (Mikel Arteta) ছেলেরা। তবে সে গুড়ে বালি। খালি হাতেই মরসুম শেষ করতে হচ্ছে গানার্সদের। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে শনিবার ০-১ পরাজিত হয়েই খেতাব হাতছাড়া করল আর্সেনাল। ফের একবার প্রিমিয়ার লিগ খেতাব গেল ম্যাঞ্চেস্টারের নীল অর্ধে। নাগাড়ে তৃতীয় লিগ খেতাব জিতল পেপ গুয়ার্দিওলার তত্ত্ববধানে খেলা ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)।
গত সপ্তাহে এভারটনকে ম্যান সিটি ৩-০ হারায়, অপরদিকে আর্সেনাল একই স্কোরলাইনে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। ফলে খেতাবি লড়াই চালিয়ে যেতে হলে ফরেস্টের সঙ্গে অন্তত এ সপ্তাহে আর্সেনালকে ড্র করতে হত। যদিও রবিবার ম্যান সিটি চেলসিকে হারালে আর্সেনালের খেতাব জয়ের স্বপ্ন কেবল খাতায় কলমেই অবশিষ্ট থাকত। তবে সেই অবকাশই এল না। রবিবার মাঠে নামার আগেই খেতাব নিশ্চিত করে ফেলল আর্টেটার প্রাক্তন দল। এই দলেই কিন্তু স্প্যানিয়ার্ড আর্টেটা একদা পেপ গুয়ার্দিওলার সহকারী হিসাবে কাজ করতেন।
🏆 YOUR 2022/23 #PL CHAMPIONS 🏆
— Premier League (@premierleague) May 20, 2023
Congratulations, @ManCity! pic.twitter.com/5SqJrl0QrR
ম্যান সিটির সামনে কেবল প্রিমিয়ার লিগই নয়, ঐতিহাসিক ট্রেবল জয়ের সম্ভাবনাও বেঁচে রইল। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে সিটিজেনরা। ৩ জুন ম্যাঞ্চেস্টার ডার্বিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধেই এফএ কাপ ফাইনালে মাঠে নামবে সিটি। আবার তার সপ্তাহখানেক পরেই ইন্টার মিলানের বিরুদ্ধে ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও মাঠে নামবে পেপের দল। সেই দুই ফাইনাল যদি সিটি জিততে পারে তাহলে ইতিহাস গড়বে পেপের দল।
১৯৯৯ সালে একমাত্র ইংলিশ দল হিসাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দখলে ট্রেবল জয়ের কৃতিত্ব রয়েছে। ইংল্যান্ড তথা ম্যাঞ্চেস্টারের দ্বিতীয় দল হিসাবে সেই কৃতিত্ব গড়ার হাতছানি সিটির সামনেও। সেই গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে সিটি কিন্তু অনবদ্য ফর্মে রয়েছে। সিটি শেষ ১১ ম্যাচে জয় পেয়েছে। এমনকী টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি হারের পর থেকে সিটি ৪২ পয়েন্টের মধ্যে ৪০ পয়েন্ট নিজেদের নামে করেছে। মন্দের ভাল হিসাবে আর্সেনাল পাঁচ বছর পর পরের মরসুমে আবারও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবে।
আরও পড়ুন: মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?