এক্সপ্লোর
প্রো কবাডি লিগ ২০১৯: আজ মুখোমুখি সংগ্রামে গুজরাত ফর্চুন জায়ন্টস ও দাবাং দিল্লি
প্রো কবাডি লিগে আজ মুখোমুখি হতে চলেছে গুজরাত ও দিল্লি। আজ সন্ধে সাড়ে সাতটায় ময়দানে নামবে দুই দল।
আজ ময়দানে মুখোমুখি সংগ্রামে গুজরাত ফর্চুন জায়ন্টস ও দাবাং দিল্লি। দুই দলই এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচে জয় পেয়েছে। এবার লিগের দুই ফেভারিটের লড়াই দেখবেন কবাডিপ্রেমীরা। জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখার চ্যালেঞ্জ আজ দুই দলেরই।
প্রো কবাডি লিগে আজ মুখোমুখি হতে চলেছে গুজরাত ও দিল্লি। আজ সন্ধে সাড়ে সাতটায় ময়দানে নামবে দুই দল। দাবাং দিল্লি এখন ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুই নম্বরে। প্রথম স্থানে জয়পুর। ইতিমধ্যে সিরিজে তিনটি ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা।
অন্যদিকে গুজরাত ফর্চুন জায়েন্টসও সিরিজে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। গুজরাত ১০ নম্বর নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে।
বুধবার খেলা প্রথম ম্যাচে জয়পুর হরিয়াণাকে ৩৭-২১ ব্যবধানে হারিয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে ইউপি যোদ্ধা এই মরশুমের প্রথম জয়টি পায় ইউ মুম্বা কে হারিয়ে। পরপর দুটি ম্যাচে হারের পর এটাই তাদের প্রথম জয়। প্রথম দুটি ম্যাচে ইউপির বিরুদ্ধে জয় পায় বাংলা ও গুজরাত। ৪৮-১৭ ব্যবধানে ইউপিকে হারিয়ে বড় জয় পায় বাংলা। গুজরাতও তাদের হারায় ৪৪-১৯ ব্যবধানে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement