Wrestlers Protest: সংসদ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বজরং পুনিয়ারা
Indian Wrestlers Protest: সংসদ ভবন অভিযানে পুলিশ ও কুস্তিগীরদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। কয়েকজনকে আটক করে পুলিশ।
নয়াদিল্লি: নতুন সংসদ ভবন (New Parliament Building) উদ্বোধনের দিনই দিল্লিতে তুলকালাম। যন্তরমন্তরে ধুন্ধুমার। কুস্তিগীরদের (Wrestlers Protest)সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সংসদ ভবন অভিযান ঘিরে উত্তেজনা। পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু-পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। কয়েকজনকে আটক করে পুলিশ। বজরং পুনিয়ার (Bajrang Punia) দাবি অনুযায়ী সংশ্লিষ্টদের মধ্যে অলিম্পিক্স ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় কুস্তিগীর সাক্ষী মালিকও রয়েছেন। ক্ষুব্ধ পুনিয়া আন্দোলনের মাঝেই পুলিশকে উদ্দেশ্য করে বলেন, 'আমাদের গুলি করে দাও।'
গণতন্ত্রকে খুন?
আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন। সেই সংসদ ভবনের উদ্দেশেই নিয়মভেঙে কুস্তিগীররা যাত্রা করছিলেন বলে অভিযোগ। বিক্ষোভকারী কুস্তিগীরদের ব্যারিকেড ভেঙে সংসদভবনের দিকে যাত্রা করতে দেখা যায়। তাঁদের দাবি ছিল দেশের সাধারণ নাগরিক হিসাবে তাঁরা যে কোনও রাস্তা দিয়ে হাঁটতে পারেন। আজ, রবিবার 'মহিলা মহাপঞ্চায়েতের'ও ডাক দিয়েছেন তাঁরা। কুস্তিগীররা দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বিক্ষোভ দেখাচ্ছে। তাঁর পদত্যাগের দাবিতেও সাক্ষী মালিক, ভীনেশ ফোগতরা সুর চড়িয়েছেন।
দিনের শুরুতে অলিম্পিক্স পদকজয়ী বজরং পুনিয়া নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, একদিকে যেখানে নতুন সংসদ ভবনের উদ্বোধন হচ্ছে, সেখানে অন্যদিকে গণতন্ত্রের খুন করা হচ্ছে। পুনিয়া মহাপঞ্চায়েতের আগে অবিলম্বের দিল্লি পুলিশকে ধৃত ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানান। তবে আজ যে মহাপঞ্চায়েত হচ্ছেই, সেকথা স্পষ্টভাবে জানিয়ে দেন পুনিয়া। তিনি বলেন, 'নিঃসন্দেহে আজ মহাপঞ্চায়েত আয়োজিত হবে। আমরা আমাদের আত্মমর্যাদার জন্য লড়াই করছি। ওঁরা আজ সংসদ ভবনের উদ্বোধন করছে আর অপরদিকে দেশের গণতন্ত্রকে খুন করছেন। দিল্লির পুলিশের দ্বারা যাদের আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি।'
আঁটসাট নিরাপত্তা
প্রসঙ্গত, আজ খাপ পঞ্চায়েতের নেতাদেরও কুস্তিগীরদের সঙ্গে এই বিক্ষোভে যোগ দেওয়ার কথা রয়েছে। সেই জন্যই দিল্লি পুলিশের তরফে সিঙ্ঘু বর্ডার, আইটিও রোড এবং টিকরি বর্ডারের আশেপাশের জায়গাগুলিতে নিরাপত্তা আরও আঁটসাট করা হয়েছে। পুলিশির তরফে প্রতিটি দিল্লিতে প্রবেশকারী প্রতিটি গাড়ির চেকিংও করা হচ্ছে। দিল্লির পুলিশের সিপি দীপেন্দ্র পাঠক জানান শৃঙ্খলা রক্ষার স্বার্থে আজ আট থেকে দশ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'