এক্সপ্লোর
Advertisement
পুণের পিচ খারাপ ছিল না, দাবি মুরলী বিজয়ের
বেঙ্গালুরু: আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড পুণের পিচকে নিম্নমানের বলে উল্লেখ করলেও, তাঁর সঙ্গে একমত নন ভারতের ওপেনার মুরলী বিজয়। তাঁর দাবি, ‘পুণের পিচ মোটেই খারাপ ছিল না। খুব বেশি হলে এই পিচকে চ্যালেঞ্জিং বলা যায়। এর বেশি কিছু নয়। ফ্ল্যাট উইকেটের বদলে মাঝে মাঝে এই ধরনের পিচে খেলা ক্রিকেটারদের জন্য ভালই। এই পিচে টেকনিক ও মানসিকতা বোঝা যায়।’
পুণেতে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৩ রানে হেরে গিয়েছে ভারত। এরপর থেকেই পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ম্যাচ রেফারির রিপোর্টের পর সেই বিতর্ক তুঙ্গে উঠেছে। তবে বিজয় সেই বিতর্কে জড়াতে নারাজ।
শনিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তার আগে বিজয় বলেছেন, ‘আমি খোলা মনে ব্যাট করতে যাই এবং পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুণেতে বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর আমাদের কাজটা কঠিন হয়ে গিয়েছিল। আমরা ব্যাটসম্যানরা ভাল খেলতে পারিনি। স্টিভ স্মিথের ক্যাচ ফেলারও খেসারত দিতে হয়েছে। ডিআরএস-ও ভালভাবে ব্যবহার করতে পারিনি আমরা। পুণের ভুল নিয়ে দল আলোচনা করেছে। এবার নতুন করে শুরু করতে চাইছি। আশা করি আর ক্যাচ পড়বে না।’
ভারতীয় দলের সদস্যরা পশ্চিমঘাট পর্বতে ট্রেকিংয়ে গিয়েছিলেন। এতে দলের সবাই তরতাজা হয়ে উঠেছেন বলেই মনে করছেন বিজয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement