Milkha Singh : পঞ্জাবের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে থাকবে মিলখা সিংহ চেয়ার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
পাটিয়ালার ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে হবে মিলখা সিংহ চেয়ার। ঘোষণা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ।
![Milkha Singh : পঞ্জাবের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে থাকবে মিলখা সিংহ চেয়ার, ঘোষণা মুখ্যমন্ত্রীর Punjab Chief Minister Captain Amarinder Singh announces Milkha Singh chair in Sports University of Patiala Milkha Singh : পঞ্জাবের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে থাকবে মিলখা সিংহ চেয়ার, ঘোষণা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/19/28a3fb1717972549e402aa787e013f53_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চণ্ডীগড় : গত রাতে প্রয়াত হয়েছেন "উড়ন্ত শিখ" মিলখা সিংহ। কিংবদন্তির মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে আসছে শোকবার্তা । ট্যুইটে শোকপ্রকাশ করার পাশাপাশি তাঁর বাড়িতেও গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। এবার পাটিয়ালার ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে মিলখা সিংহ চেয়ার-এর কথা ঘোষণা করলেন ক্যাপ্টেন।
সাংবাদিকদের তিনি জানান, "পঞ্জাবে তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে। একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আমাদের সকলের জন্য এটা একটা বড় ক্ষতি। তরুণ প্রজন্ম তাঁর দ্বারা অনুপ্রাণিত হবে। আমরা পাটিয়ালার ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে- মিলখা সিংহ চেয়ার-এর ব্যবস্থা করতে চলেছি।"
আজই চণ্ডীগড়ে মিলখা সিংহর পরিবারের সঙ্গে দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। কিংবদন্তি অ্যাথলিটের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। ট্যুইটারে ক্যাপ্টেন লেখেন, "মিলখা সিংহজির মৃত্যুর খবরে দুঃখিত। এক যুগের পরিসমাপ্তি। শোকগ্রস্ত পরিবার ও তাঁর লক্ষ লক্ষ ভক্তকে সমবেদনা জানাই। উড়ন্ত শিখকে মনে রাখবে আগামী প্রজন্ম। শান্তিতে থাকুন...স্যার !"
করোনা আক্রান্ত হয়েছিলেন মিলখা সিংহ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৩০ মে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ফের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে আর তাঁর বাড়ি ফেরা হল না মিলখা সিংহর। স্ত্রীর প্রয়াণের এক সপ্তাহের মধ্যেই তিনিও প্রয়াত হলেন। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৪ বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নের প্রয়াণে সারা দেশে শোকের ছায়া। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিংহ। ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি। রোম অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে অসাধারণ পারফর্ম করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেকেন্ডের ভগ্নাংশে পিছিয়ে গিয়ে ব্রোঞ্জ পদক হাতছাড়া হয় তাঁর।
মিলখা সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড়। ক্রিকেটার যুবরাজ সিং, টেনিস তারকা সানিয়া মির্জা-সহ ক্রীড়া জগতের অনেকেই ট্যুইটারে জানিয়েছেন শোকবার্তা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)