RG Kar: আর জি কর-কাণ্ডে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, এবার সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাচ্ছে CBI
ABP Ananda LIVE : রাজ্যের পর এবার সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাচ্ছে CBI । শিয়ালদা কোর্টে আর জি কর-কাণ্ডে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে CBI: সূত্র।
বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল:
এদিকে, বাঘাযতীনের বিভীষিকা ফিরল ট্যাংরায়। খাস কলকাতায় ফের হেলে পড়ল বহুতল। আর সেই হেলে পড়া বহুতলকে ঘিরেই এখন আতঙ্কের প্রহর গুনছে ট্যাংরার ক্রিস্টোফার রোড। ছ'তলা আবাসন। তার নির্মাণকাজও এখনও পুরো শেষ হয়নি। সেই ছ'তলা নির্মীয়মাণ আবাসনই বিপজ্জনকভাবে হেলে পড়েছে পাশের একটা পাঁচতলা আবাসনের গায়ে। যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। একেবারে নতুন তৈরি এই আবাসন হেলে পড়ল কেন? এলাকাবাসীদের একাংশের মুখে উঠে আসছে সেই বেআইনি নির্মাণের অভিযোগ। যদিও, ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি এবিষয়ে আগে থাকতে কিছুই জানতেন না। ঘটনাস্থলে হেলে পড়া বহুতলের ছবি তুলতে দেখা যায় পুলিশকে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আগে থাকতে নজরদারি থাকলে এমন বিপর্যয় ঘটত না।


















