PV Sindhu-Lakshya Sen: নেতৃত্বে সিন্ধু, লক্ষ্য, এশিয়া মিক্সড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ১৪ সদস্যের ভারতীয় দল ঘোষণা
Asia Mixed Team Championship: ব্যাডমিন্টন অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়া বা BAI-র তরফে যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নজর রাখা হয়েছে মূলত ফর্মে থাকা প্লেয়ারদের ওপরই।

নয়াদিল্লি: ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের জন্য ১৪ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল। দলের নেতৃত্ব ভার সামলাবেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। মহিলাদের ব্যাডমিন্টনে ২ বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু। অন্য়দিকে প্যারিস অলিম্পিক্সে সেমিফাইনালিস্ট ছিলেন লক্ষ্য। চিনে আগামী ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২০২৩ সালে শেষবার এই টুর্নামেন্টে ভারত ব্রোঞ্জ জিতেছিল।
ব্যাডমিন্টন অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়া বা BAI-র তরফে যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নজর রাখা হয়েছে মূলত ফর্মে থাকা প্লেয়ারদের ওপরই। পুরুষদের মধ্যে এইচ এস প্রণয় ও মহিলাদের মধ্যে মালভিকা বানসোদকে দলে রাখা হয়েছে। অ্য়াসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সঞ্জয় মিশ্রা বলছেন, ''২০২৩ সালে এই সম্মানজনক টুর্নামেন্টে আমাদের ফল ভাল হয়েছিল। এখান থেকে আমরা ব্রোঞ্জ জিতেছিলাম। প্লেয়ারদের কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হয় এই ধরণের টুর্নামেন্টে। এবার আমরা ফাইনালে পৌঁছানোর চেষ্টা করব। প্লেয়াররা আরও ভাল পারফরম্য়ান্সের চেষ্টা করবেন।''
পুরুষদের ডাবলসে ভারতকে নেতৃত্ব দেবেন বিশ্বের প্রাক্তন এক নম্বর জুটি সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। মহিলাদের জুটি হিসেবে দেখা যেতে পারে গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি ও অশ্বিনি পোনাপ্পা-তনিশা ক্রাস্টো।
কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পিভি সিন্ধু ও তাঁর দীর্ঘদিনের বন্ধু-প্রেমিক বেঙ্কট দত্ত সাঈ। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করেছিলেন সিন্ধু। ছবিগুলির ক্যাপশনে শুধুই হৃদয় অর্থাৎ ভালবাসার ইমোজি দিয়েছেন তিনি। আর তাঁদের ছবিতেও দুইজনের বোঝাপড়া ও ভালবাসা কিন্তু ফুটে উঠেছে। নবদম্পত্তিকে হাসিমুখে বিভিন্ন আচার, অনুষ্ঠান পালন করতে দেখা যায়। দুই ভিন্ন ক্ষেত্রের দুই সফল ব্যক্তিত্বের বিয়ের মিষ্টি মধুর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরেই তা নেটিজেনদের মন কাড়ে। সিন্ধুর ব্যস্ত ক্রীড়াসূচির কথা মাথায় রেখেই কিন্তু এই সময়টিকে তাঁর বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন ব্যাডমিন্টন তারকার বাবা পিভি রমন। সিন্ধুর বাবা জানান, 'দুই পরিবারের তরফেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ এটা ছাড়া আর কোনও সময় ফাঁকাই পাওয়া যাচ্ছিল না। কোনও বিকল্প ছিল না। সিন্ধু এই সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আবার অনুশীলন শুরু করে দেবে কারণ পরের মরশুমটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।'
আরও পড়ুন: ইডেনে টস জিতে ফিল্ডিং নিলেন সূর্যকুমার, একাদশে ২ স্পেশালিস্ট স্পিনার, নেই শামি























