Praggnanandhaa beats Carlsen: দুরন্ত প্রজ্ঞাননন্দ, ক্লাসিকাল দাবায় প্রথমবার কার্লসেনকে হারালেন ভারতীয় তরুণ
R Praggnanandhaa: নরওয়ে দাবার তৃতীয় রাউন্ডে সাদা নিয়ে খেলে কার্লসেনকে পরাস্ত করলেন রমেশবাবু প্রজ্ঞাননন্দ।
স্ট্যাভাঙ্গের: রমেশবাবু প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa) ইতিমধ্যেই নিজের দুরন্ত প্রতিভায় সকলকে মুগ্ধ করেছেন। এবার বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে তাক লাগিয়ে দিলেন টিনএজ তারকা। নরওয়ে দাবা টুর্নামেন্টে ক্লাসিকাল ফর্ম্যাটে এই প্রথমবার কার্লসেনকে হারালেন প্রজ্ঞাননন্দ। নরওয়ে দাবার তৃতীয় রাউন্ডে কার্লসেনকে পরাস্ত করলেন রমেশবাবু প্রজ্ঞাননন্দ।
ছয় খেলোয়াড়ের টুর্নামেন্টে কার্লসেনের নিজের দেশেই তাঁর বিরুদ্ধে দুরন্ত জয় পেলেন প্রজ্ঞাননন্দ। এই জয়ের সুবাদে ওপেন বিভাগে একমাত্র খেলোয়াড় হিসাবে লিড নিয় নিলেন প্রজ্ঞাননন্দ। দাবা বিশ্বকাপে রানার্স আপ হিসাবে শেষ করা প্রজ্ঞাননন্দ সাদা নিয়ে খেলে বেশ বুদ্ধিদীপ্ত কয়েকটি চালে বিশ্বের এক নম্বরে পরাজিত করেন। তৃতীয় রাউন্ড শেষে প্রজ্ঞাননন্দের দখলে ৫.৫ পয়েন্ট রয়েছে। সেখানে এই পরাজয়ের ফলে কার্লসেন পঞ্চম স্থানে নেমে গেলেন। প্রজ্ঞাননন্দ যে এই প্রথমবার কার্লসেনকে পরাজিত করলেন এমনটা নয়। তবে এর আগে নরওয়ের দাবাড়ুর বিরুদ্ধে ভারতীয় তরুণ ব়্যাপিড ও ব্লিটস দাবায় জয় পেয়েছিলৈেন। এই প্রথমবার ক্লাসিকালে জয় পেলেন তিনি।
এদিকে মহিলাদের বিভাগে বৈশালী আরেক ভারতীয় দাবাড়ু হাম্পিকে পরাজিত করেন। নরওয়ের দাবা টুর্নামেন্টের ক্লাসিকাল বিভাগেই এটাই বৈশালীর প্রথম জয়। ম্যাচের শুরুটা হাম্পিই বেশি ভালভাবে করছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ভুল করে বসেন তিনি এবং এর সুবাদেই বৈশালী ম্যাচ নিজে-পকেটে পোরেন। ভারতের এক নম্বর মহিলা দাবাড়ুকে হারিয়ে অনেকটাই এগিয়ে এলেন বৈশালী। এই জয়ের সুবাদে লাইভ রেটিং তালিকায় দুইয়ে বৈশালী। এই প্রথম দুই ভারতীয় দাবাড়ু এক ও দুইয়ে রয়েছেন।
নরওয়ের এই টুর্নামেন্টটি কিন্তু জম উঠেছে। ২৭ মে থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ৭ জুন পর্যন্ত। এবারেই এই টুর্নামেন্টে প্রথমবার বিশ্বের সেরা মহিলা দাবড়ুরা অংশগ্রহণ করার সুযোগ পেলেন। পুরুষদের নরওয়ে চেজ় প্রতিযোগিতা আগেভাগেই গোটা বিশ্বে বেশ সুখ্যাত। এবার মহিলারাও সেই টুর্নামেন্টে অশগ্রহণ করছে। পুরুষ ও মহিলা, উভয় বিভাগেকই ছয়জন করে দাবাড়ু রয়েছেন। দুই বিভাগের পুরস্কারমূল্যও কিন্তু একই। এবার প্রজ্ঞাননন্দ এই টুর্নামেন্ট জেতেন কি না, সেটা দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দিনকয়েক পরেই জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, দ্বিধায় ভুগছেন সুনীল ছেত্রী