Rafael Nadal: বাথরুম থেকে ফিরতে দেরি, সতর্ক করলেন আম্পায়ার, ব্রিসবেন ইন্টারন্যাশনালে নতুন বিতর্কে নাদাল
Rafael Nadal Update: তিনি হাসিমুখেই বিষয়টিকে আমল না দিয়ে ম্যাচে মন দেন। আর পরে ম্য়াচ একপেশে জিতেও নেন। কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ হতে চলেছেন জর্ডন থমসন।
ব্রিসবেন: চোট সারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলছেন নাদাল। সেখানেই পর পর দু’টি ম্যাচ জিতলেন নাদাল। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার জেসন কুবলারকে স্ট্রেট সেটে (৬-১, ৬-২) হারালেন নাদাল। তবে এর মাঝেই একটি ছোট্ট বিতর্কের সঙ্গী হয়ে গেলেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। কেরিয়ারে প্রথম বার টাইম ভায়োলেশন ওয়ার্নিং পেলেন নাদাল। খেলার মাঝেই বাথরুমে গিয়েছিল নাদাল। সেখানে থেকেই ফিরতে একটু দেরি হয়ে যায় নাদালের। এরজন্যই ম্যাচ আম্পায়ারের কাছে সতর্কবার্ত পান টেনিস কিংবদন্তি। যদিও নাদালকে একেবারেই মেজাজ হারাতে বা তর্ক করতে দেখা যায়নি তাঁর জন্য। তিনি হাসিমুখেই বিষয়টিকে আমল না দিয়ে ম্যাচে মন দেন। আর পরে ম্য়াচ একপেশে জিতেও নেন। কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ হতে চলেছেন জর্ডন থমসন।
View this post on Instagram
প্রায় এক বছর কোমরের চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন। তবে তিনি ফিরলেন এবং ফিরলেন স্বমহিমায়। ৩৪৯ দিন ব্রিসবেনে আয়োজিত ইউনাইটেড কাপে দুরন্ত জয় দিয়ে প্রত্যাবর্তন ঘটালেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। তাও আবার যে সে প্রতিপক্ষ নয়। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে (Dominic Thiem) স্ট্রেট সেটে হারালেন নাদাল। ম্যাচের স্কোরলাইন ৩৭ বছর বয়সি নাদালের পক্ষে ৭-৫, ৬-১। ৮৯ মিনিটের ম্যাচে মাত্র ছয়টি আনফোর্সড এরর করেন নাদাল।
এই জয়ের সুবাদে ইভান লেন্ডলকে পিছনে ফেলে ট্যুরে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজের নামে করে ফেললেন নাদাল। তিনি ট্যুর স্তরে ১০৬৯টি ম্যাচ জিতেছেন। নাদালের আগে নোভাক জকোভিচ, রজার ফেডেরার এবং জিমি কনার্স রয়েছেন। এদিন গোটা কোর্টে উপস্থিত দর্শকরা গোটা ম্যাচ জুড়েই নাদালের সমর্থনে গলা ফাটান। দুরন্ত জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগঘন নাদাল।
প্রত্যাবর্তনের পর প্রথম ম্য়াচ জিতে নাদাল বলেছিলেন, ''আজকের দিনটা আমার জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ এবং আবেগের। আমার জীবনের কঠিনতম বর্ষের প্রায় এক বছর পর আমি প্রত্যাবর্তন ম্যাচে এত ভাল দর্শকদের সামনে খেলার সুযোগ পেলাম। আমার পরিবার, দল, যারা বিগত এক বছর ধরে আমার পাশে ছিল, তাদের জন্য এটা অত্যন্ত খুশি এবং গর্বের মুহূর্ত।''