এক্সপ্লোর
Advertisement
দীর্ঘদিনের বান্ধবী শিসকা পেরেলোকে বিয়ে করলেন রাফায়েল নাদাল
প্রায় ৩৫০ জন উপস্থিত ছিলেন টেনিস তারকার বিয়েতে। বিশিষ্টদের তালিকায় ছিলেন স্পেনের রাজা হুয়ান কার্লোস ও রানি সফিয়া।
মাদ্রিদ: সাতপাকে বাঁধা পড়লেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। দীর্ঘদিনের বান্ধবী শিসকা পেরেলোকে বিয়ে করলেন শনিবার। বিয়ের আসর বসেছিল স্পেনের মায়োর্কা শহরের কাছে হৃদে ঘেরা অন্যতম সেরা আকর্ষণ ব্রিটিশ মালিকানাধীন লা ফোর্তালেজা প্রাসাদে। সেখানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবার-আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। প্রায় ৩৫০ জন উপস্থিত ছিলেন টেনিস তারকার বিয়েতে। বিশিষ্টদের তালিকায় ছিলেন স্পেনের রাজা হুয়ান কার্লোস ও রানি সফিয়া। এছাড়া, উপস্থিত ছিলেন স্পেনের ফুটবল জগতের কয়েকজন নক্ষত্র। সূত্রের খবর, দীর্ঘ ১৪ বছর ধরে শিসকার সঙ্গে সম্পর্কে ছিলেন ১৯ গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল। নিজের ছোট বোন মারিবেলের মাধ্যমেই ৩১ বছর বয়সী শিসকার সঙ্গে প্রথম আলাপ হয় ৩৩-বছর বয়সী নাদালের। শিসকা ও মারিবেল ছোটবেলার বন্ধু।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement