Rahul Dravid Birthday: ৫১ পূর্ণ করলেন দ্রাবিড়, জন্মদিনে দ্য ওয়ালের কেরিয়ারের ৯ কোহিনূর
Dravid Records: বৃহস্পতিবার ৫১ বছর পূর্ণ করলেন। জন্মদিনে দেখে নেওয়া যাক এমন কিছু ঘটনা, যা দ্রাবিড়ের কেরিয়ারে মণিমুক্তোর মতো হয়ে রয়েছে।
বেঙ্গালুরু: দল যখনই বিপাকে পড়ত, ঝলসে উঠত তাঁর ব্যাট। দাঁতে দাঁত চেপে প্রতিপক্ষ বোলিংয়ের বিরুদ্ধে লড়াই করতেন। হয়ে উঠতেন দলের রক্ষাকর্তা। যে কারণে তাঁকে ডাকাই হতো মিস্টার ডিপেন্ডেবল। কেউ কেউ বলতেন, দ্য ওয়াল। চীনের প্রাচীরের মতো যিনি প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে পড়তেন টিম ইন্ডিয়ার (Team India) ত্রাতা হিসাবে।
সেই রাহুল শরদ দ্রাবিড় (Rahul Dravid) বৃহস্পতিবার ৫১ বছর পূর্ণ করলেন। জন্মদিনে দেখে নেওয়া যাক এমন কিছু ঘটনা, যা দ্রাবিড়ের কেরিয়ারে মণিমুক্তোর মতো হয়ে রয়েছে।
টেস্টে ২১০টি ক্যাচ নিয়েছেন রাহুল। ১৬৪ টেস্টে। যা একটি রেকর্ড। ব্যাট হাতে যেমন ছিলেন মিস্টার ডিপেন্ডেবল, ফিল্ডিংয়েও সেরকমই দলের ভরসা ছিলেন দ্রাবিড়। তাঁর হাতে ক্যাচ যাওয়া মানে বোলারও যেন নিশ্চিন্ত থাকতেন। উইকেট আসা নিশ্চিত।
ওয়ান ডে ক্রিকেটে টানা ১২০ ইনিংস শূন্য রানে আউট হননি দ্রাবিড়। সেটিও একটি নজির। বিশ্বের আর কোনও ক্রিকেটার একবারও ডাক না করে টানা এতগুলো ইনিংস খেলেননি।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ইনিংস শূন্য না করে খেলেছেন দ্রাবিড়। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১৭৩ ইনিংসে শূন্য না করে খেলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান কোচ।
টেস্ট ক্রিকেটে মোট ১০ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন দ্রাবিড়। হতাশার যে রেকর্ড রয়েছে আরও দুই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ও স্টিভ ওয়-রও। তা না হলে দ্রাবিড়েরও টেস্টে সেঞ্চুরির সংখ্যা বাড়তে পারত।
বোলারকে উইকেট কিছুতেই দেব না। বোলার উইকেট অর্জন করে নিক। এই ছিল কেরিয়ারে দ্রাবিড়ের মন্ত্র। যার প্রতিফলন রয়েছে একটি অনন্য রেকর্ডেও। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলা ক্রিকেটার দ্রাবিড়। টেস্টে মোট ৩১,৫২৮ বল খেলেছেন তিনি। যে নজির আর কারও নেই।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিক্ষণ ক্রিজে সময় কাটানোর দৃষ্টান্তও রয়েছে দ্রাবিড়ের। সব মিলিয়ে মোট ৪৪,১৫২ মিনিট ক্রিজে কাটিয়েছেন দ্রাবিড়। ৭৩৫ ঘণ্টা ৫২ মিনিট।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকর জুটিতে সবচেয়ে বেশি রান করেছেন। ১৪৩ ইনিংসে ৬৯২০ রান করেছেন দুজনে। ২০ বার সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন দুজনে।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছেন দ্রাবিড়। মোট ৮৮ বার একশো বা তার বেশি রানের পার্টনারশিপ গড়েছেন দ্য ওয়াল।
টেস্ট ক্রিকেটে ৬ বার তিনশো বা তার বেশি রানের পার্টনারশিপ গড়েছেন দ্রাবিড়। সেটিও একটি রেকর্ড।
আরও পড়ুন: আইপিএলের প্রস্তুতি শুরু, অনুশীলনে নেমে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে