Dhawan Insta Reel Viral: ধবনদের সঙ্গে খোশমেজাজে রিল বানালেন দ্রাবিড়, ভাইরাল ভিডিও
WI vs IND: শুক্রবার থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু। তার আগেই ইংল্যান্ড থেকে ক্যারিবিয়ানে উড়ে গিয়েছেন শিখর ধবনরা। ইতিমধ্যে ত্রিনিদাদে পৌঁছেও গিয়েছে টিম ইন্ডিয়া।
ত্রিনিদাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতেই এবার ক্যারিবিয়ান জয়ের লক্ষ্যে ভারতীয় দল (Indian Cricket Team)। শুক্রবার (২২ জুলাই) পোর্ট অফ স্পেনে প্রথম ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে ক্যারিবিয়ানে পৌঁছে গেল ভারতীয় দল।
ইংল্যান্ড থেকেই ক্যারিবিয়ানের উদ্দেশে পাড়ি দিয়েছেন শিখর ধবন (Shikhar Dhawan), মহম্মদ সিরাজরা। ক্যারিবিয়ানে পৌঁছেই ধবন দলের সতীর্থদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেন। সেই রিলে সিরাজ, ধবন তো আছেনই, তার পাশপাশি ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজাদেরও এই ভিডিয়োয় দেখা যায়। তবে ভিডিয়োয় ভারতীয় ক্রিকেটাররা নন, সবথেকে বেশি নজর কাড়লেন দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
View this post on Instagram
শান্তশিষ্ট স্বভাবের রাহুল, কোনও সময়ই সোশ্যাল মিডিয়া রিল বা এই সমস্ত বিষয়ে খুব বেশি আগ্রহ দেখাননা। তবে বিস্ময়করভাবে এই রিলে ধবনদের সঙ্গে তাকেও দেখা গেল। হাসুখুশি মুখে রাহুলই সবার শেষে হাজির হলেন ভিডিওয়। স্বাভাবিকভাবেই একগুচ্ছ ভারতীয় তারকার পাশাপাশি রাহুল দ্রাবিড়কে এমনভাবে দেখে অবাক নেটিজেনরা। হু হু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই রিল।
রিলে তো হাসছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের পারফরম্যান্স এবার রাহুলের মুখে কতটা হাসি ফোটাতে পারে, সেটাই দেখার। শুক্রবার থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু। তারপরে নিকোলাস পুরানদের ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত। ৭ অগস্ট শেষ হবে এই সিরিজ। প্রসঙ্গত, এই সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার।
আরও পড়ুন: বাংলার বোলিং কোচ হওয়ার প্রস্তাব বিধায়ক দিন্দাকে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সৌরভ?