এক্সপ্লোর
Advertisement
রাহুলের আপত্তিতেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি সচিন-সৌরভ, ফাঁস করলেন রাজপুত
সচিন ২০১১ সালে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। তবে রাহুল ও সৌরভ কখনও বিশ্বকাপ জেতার স্বাদ পাননি।
নয়াদিল্লি: তেরো বছর আগে ইতিহাস গড়েছিল ভারত। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। তবে টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন সেই ভারতীয় দলে ছিলেন না সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা। কেন? ফাঁস করলেন তৎকালীন ভারতীয় দলের কোচ লালচাঁদ রাজপুত।
রাজপুত বলেছেন, “রাহুল দ্রাবিড় চায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপে সচিন-সৌরভের মতো সিনিয়ররা খেলুক। ইংল্যান্ড সফরে দ্রাবিড় ছিল ক্যাপ্টেন। ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার সোজা ইংল্যান্ড থেকে জোহানেসবার্গ উড়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। তরুণদের সুযোগ দেওয়া হোক, এমন একটা মনোভাব কাজ করেছিল ওদের মধ্যে। সেটাই বলেছিল ওরা। কিন্তু, ধোনির দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ওদের নিশ্চয়ই আফশোস হয়েছিল। কারণ, সচিন বরাবর আমাকে বলেছিল যে, এত বছর ধরে খেলছি, কিন্তু বিশ্বকাপ জিততে পারলাম না!”
সচিন ২০১১ সালে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। তবে রাহুল ও সৌরভ কখনও বিশ্বকাপ জেতার স্বাদ পাননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement