এক্সপ্লোর
Advertisement
সিএবি ইস্যুতে কার্ফুর কারণে গুয়াহাটিতে রঞ্জি ট্রফির অসম ও সার্ভিসেস ম্যাচের চতুর্থ দিনের খেলা সাসপেন্ড
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদের জেরে গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু। এর প্রভাব পড়ল রঞ্জি ট্রফিতে অসম ও সার্ভিসেসের মধ্যে চলতি ম্যাচে। বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিনের খেলা সাসপেন্ড করা হয় এবং খেলোয়াড় ও ম্যাচ আধিকারিকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গুয়াহাটি: নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদের জেরে গুয়াহাটিতে জারি হয়েছে কার্ফু। এর প্রভাব পড়ল রঞ্জি ট্রফিতে অসম ও সার্ভিসেসের মধ্যে চলতি ম্যাচে। বৃহস্পতিবার ম্যাচের চতুর্থ দিনের খেলা সাসপেন্ড করা হয় এবং খেলোয়াড় ও ম্যাচ আধিকারিকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই-এর ক্রিকেট অপারেশনস-এর জিএম সাবা করিম বলেছেন, রাজ্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলা না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। খেলোয়াড় ও ম্যাচ আধিকারিকদের হোটেলেই থাকতে বলা বলা হয়েছে। এই মুহূর্তে খেলোয়াড় ও ম্যাচ আধিকারিকদের নিরাপত্তাই অগ্রাধিকারের বিষয়।
ম্যাচ খেলা হবে কিনা বা পয়েন্ট ভাগাভাগি হবে কিনা, এই প্রশ্নের উত্তরে করিম বলেছেন, কার্ফু জারি হয়েছে, উভয় দল ও ম্যাচ আধিকারিকদের হোটেলের বাইরে না বেরোতে বলা হয়েছে। এক্ষেত্রপে আমরা আয়োজক অ্যাসোসিয়েশনের পরামর্শ মেনে চলব।
গুয়াহাটির চলতি এই ম্যাচ আকর্ষণীয় অবস্থায় রয়েছে। জয়ের জন্য অসমের প্রয়োজন ১৬৮ রান। হাতে রয়েছে পাঁচ উইকেট।
প্রথম ইনিংসে ১২৯ রানে অল আউট হয়ে যাওয়ার পর ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সার্ভিসেস। অসমকে ১৬২ রানে আউট করে দ্বিতীয় ইনিংসে সার্ভিসেস করে ২৭২ রান। এরপর দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে অসমের সংগ্রহ পাঁচ উইকেটে ৭৪ রান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
অফবিট
খবর
Advertisement