Ranji Trophy: প্রথম সেশনে পড়ল মাত্র ২ উইকেট, রঞ্জি ফাইনালে ক্রমশ চাপ বাড়ছে বাংলার
Eden Gardens: দ্বিতীয় দিন লাঞ্চ বিরতি পর্যন্ত ২৯ ওভারে সৌরাষ্ট্রের দুটিমাত্র উইকেট ফেলতে পারলেন বাংলার বোলাররা। ৬৭ রান খরচ করে।
সন্দীপ সরকার, কলকাতা: প্রথম দিনের খেলার শেষে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) মরণকামড়ের হুঁশিয়ারি দিয়েছিলেন। রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোণঠাসা হয়ে পড়েও বলেছিলেন, ঘুরে দাঁড়াবে বাংলা। এমনকী, ৮১/২ স্কোরে থাকা সৌরাষ্ট্রকে আর ৬০ রানের মধ্যে অল আউট করে দেওয়ায় সম্ভব বলে জানিয়েছিলেন বঙ্গ অধিনায়ক।
কিন্তু মাঠে সেই আঁচ দেখা গেল না বাংলার বোলিংয়ে। দ্বিতীয় দিন লাঞ্চ বিরতি পর্যন্ত ২৯ ওভারে সৌরাষ্ট্রের দুটিমাত্র উইকেট ফেলতে পারলেন বাংলার বোলাররা। ৬৭ রান খরচ করে। প্রথম সেশনের শেষে সৌরাষ্ট্রের স্কোর দাঁড়াল ১৪৮/৪। বাংলার চেয়ে আর মাত্র ২৬ রানে পিছিয়ে জয়দেব উনাদকটের দল।
প্রথম দিন ১৭৪ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলা। ব্যাটিং বিপর্যয়ের পর ম্যাচে ঘুরে দাঁড়াতে একমাত্র ভরসা ছিল বোলাররা। বাংলার পেস ত্রয়ী - আকাশ দীপ, মুকেশ কুমার ও ঈশান পোড়েলকে দেশের সেরা বলেন অনেকে। সঙ্গে চতুর্থ পেসার হিসাবে খেলানো হচ্ছে আকাশ ঘটককে। প্রথম দিন ঈশান পোড়েল এক ওভারে এমন কদর্য ভঙ্গিতে তিনটি বাউন্ডারি হজম করেন যে, তাঁকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে নিতে বাধ্য হন মনোজ।
দ্বিতীয় দিন প্রথম সেশনে একটি উইকেট নিয়েছেন ঈশান। সেটাও নাইট ওয়াচম্যান চেতন সাকারিয়ার। আর তাতেই ঈশান এমন সেলিব্রেশন করলেন, দেখে কারও কারও সংশয় তৈরি হল, চন্দননগরের পেসার কি সৌরাষ্ট্রের সেরা ব্যাটারকে ফেরালেন! ঘোর কাটতে সময় লাগেনি। কারণ, সকালের আড়াই ঘণ্টায় বাকি সময় ঈশানকে আর খুঁজে পাওয়া যায়নি।
দিনের শুরুতে হার্ভিক দেশাইকে ফেরান মুকেশ কুমার। ৫০ করে ফেরেন সৌরাষ্ট্রের ওপেনার। ক্রিজে এখন রয়েছেন সৌরাষ্ট্রের সেরা দুই ব্যাটার। অর্পিত বাসবডা ও শেলডন জ্যাকসন।
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় যেন কাঁটার মতো বিঁধছে বাংলা শিবিরকে। মনোজ বলেছেন, 'ড্রেসিংরুমে আলোচনা করেছি। এক-একটা সেশন কাটলে ব্যাটিং সহজ হয়ে যায়। পরে বল নড়াচড়া কমে যায়। এই মরসুমে এত খারাপ শুরু হয়নি। হল তো ফাইনালেই হল। প্রথম ওভারে উইকেট পড়ল। বাঁহাতি জোরে বোলার বল ফেলে ভেতরে আনছিল। শাহবাজ ও অভিষেক দারুণ লড়াই করেছে। টস আমাদের হাতে নেই। ইডেনে প্রথম ঘণ্টায় কী হয় সেটা সবাই জানি।' যোগ করেছেন, 'বোলারদের সঙ্গে কথা বলে মনে হয়নি ওরা চাপে আছে। ম্যাচ শেষ হয়নি। ভাল বল করলে উইকেট আসবেই।'