তিন ফর্ম্যাটেই অধিনায়ক রশিদ খান, ঘোষণা আফগান ক্রিকেট বোর্ডের
বিশ্বকাপের ঠিক আগে, রহমত শাহকে টেস্ট অধিনায়ক, গুলবাদিন নায়েবকে একদিনের অধিনায়ক ও রশিদকে টি-২০ অধিনায়ক হিসেবে ঘোষণা করে এসিবি।
কাবুল: বিশ্বকাপ থেকে ক্রিকেট দল দেশে ফেরার পরই নেতৃত্বে বড়সড় বদল ঘটাল আফগানিস্তান। একেবারে তিন ফর্ম্যাটেই দলের তরুণ তুর্কি স্পিনার রশিদ খানকে অধিনায়ক ঘোষণা করল আফগান ক্রিকেট বোর্ড। সহ-অধিনায়ক করা হল বিশ্বকাপের ঠিক আগে অধিনায়কত্ব হারানো আসগর আফগানকে। বিশ্বকাপের ঠিক আগে, রহমত শাহকে টেস্ট অধিনায়ক, গুলবাদিন নায়েবকে একদিনের অধিনায়ক ও রশিদকে টি-২০ অধিনায়ক হিসেবে ঘোষণা করে এসিবি। কিন্তু, কোনও সিরিজ গড়ানোর আগেই সেই পরিকল্পনায় ইতি টেনে একেবারে রশিদকে তিন ফর্ম্যাটেই অধিনায়ক ঘোষণা করল সেদেশের ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে কয়েকটি ম্যাচে অঘটন ঘটানোর দোরগোড়ায় এসেও ব্যর্থ হয় আফগানিস্তান। বিশেষ করে ভারত ও পাকিস্তানকে প্রায় হারানোর মতো অবস্থাতেও চলে এসেছিল তারা। কিন্তু, অভিজ্ঞতা না থাকায় তা সম্ভব হয়নি। অবশেষে, গ্রুপ পর্যায়ের ৯টি ম্যাচের সবকটিতেই হেরে বিদায় নেয় আফগানরা। বিশ্বকাপের ঠিক আগে, আসগর আফগানকে অধিনায়কের পদ থেকে সরানোর তীব্র বিরোধিতা করেন আইপিএলের দুই তারকা-- রশিদ ও মহম্মদ নবি। রশিদ এখনও পর্যন্ত ২টি টেস্ট, ৬৮ একদিনের ম্যাচ ও ৩৮টি টি-২০ ম্যাচ খেলেছে। এর পাশাপাশি, প্রধান নির্বাচক দওলত খান আহমদজাই এবং সিইও আসাদুল্লা খানকে বরখাস্ত করেছে এসিবি।