এক্সপ্লোর
এবার সহবাগ-ঋষি কাপুরকে বিদ্রুপ প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফের

1/8

ওই ভিডিও-র পাল্টা আর একটি ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি রশিদকে তোপ দেগেছিলেন।
2/8

একটি ভিডিও বার্তায় সহবাগকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন রশিদ।
3/8

উল্লেখ্য, এর আগে ‘বাপ-বেটা’ মন্তব্য ঘিরে বীরুকে তোপ দেগে বিতর্কে জড়িয়ে ছিলেন রশিদ। সহবাগ মজার ছলে ভারতকে ‘বাপ’ ও পাকিস্তানকে ‘বেটা’ বলেছিলেন।
4/8

রশিদের ট্যুইট, প্রিয় ঋষি কপূর ও সহবাগ, ‘বাপ বোলিং করছে, পা কাঁপছে না তো’।
5/8

কিন্তু এরপরই তিনি যে ট্যুইট করেছেন তাতে বিঁধেছেন বীরু ও ঋষিকে।
6/8

রশিদের ট্যুইট, জয়ের জন্য পাক দলকে অভিনন্দন। আমাদের তোমরা গর্বিত করেছে।
7/8

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ সম্পর্ক কটূক্তি করে তোপের মুখে পড়েছিলেন রশিদ। এবার তিনি ট্যুইটের মাধ্যমে বিদ্রুপ করলেন বীরু ও বলিউড তারকা ঋষি কপূরকে।
8/8

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই উল্লসিত। তাঁরা সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফও।
Published at : 19 Jun 2017 03:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
