Ravi Shastri: জকোভিচের হয়ে গলা ফাটাতে উইম্বলডনের গ্যালারিতে রবি শাস্ত্রী
Wimbledon 2022: কমেন্ট্রির দায়িত্ব পালন করছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। আর সিরিজের ফাঁকেই এবার উইম্বলডনের ম্যাচ দেখতে পৌঁছে গেলেন অল ইংল্যান্ড কোর্টে।
![Ravi Shastri: জকোভিচের হয়ে গলা ফাটাতে উইম্বলডনের গ্যালারিতে রবি শাস্ত্রী Ravi Shastri Enjoys Novak Djokovic's Wimbledon Semi-Final](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/6213e615e50ffb163b6b0e11d4e49f961657361916_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ। এই মুহূর্তে ২২ গজের দায়িত্ব থেকে দূরে রয়েছেন। তবে ফিরে এসেছেন নিজের প্রিয় কমেন্ট্রি বক্সে। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করতে ইংল্য়ান্ডে রয়েছেন শাস্ত্রী। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য কমেন্ট্রির দায়িত্ব পালন করছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। আর সিরিজের ফাঁকেই এবার উইম্বলডনের ম্যাচ দেখতে পৌঁছে গেলেন অল ইংল্যান্ড কোর্টে।
View this post on Instagram
উইম্বলডনে জকোভিচের ম্যাচ দেখতে স্ট্যান্ডে শাস্ত্রী
মাথায় সাদা রংয়ের টুপি, পরনে সাদা রংয়ের টি শার্ট, আর চোখে গগলস। শাস্ত্রী নিজের ইনস্টাগ্রামে ২ টো ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে প্রাক্তন ভারতীয় কোচ লিখেছেন, ''অসাধারণ একটা মুহূর্ত আবার সেন্টার কোর্টে খেলা দেখতে এসেছি। জোকার বনাম নরির দুর্দান্ত ম্যাচ দেখলাম এই বিকেলে।
উইম্বলডনে অতিথি ধোনি
নিজের জন্মদিনের সেলিব্রেশনে লন্ডনে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেখানেই উইম্বলডনের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন তিনি। গত ৬ জুলাই সোশ্যাল মিডিয়ায় ধোনির উপস্থিতিতর ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ধূসর রংয়ের ব্লেজার ও সাদা শার্টে অসাধারণ লাগছে ধোনিকে। নিজের বন্ধুদের সঙ্গে প্রিয় তারকার খেলা উপভোগ করছিলেন তিনি। মনে করা হচ্ছিল যে কোয়ার্টার ফাইনালে নাদালের ম্যাচ দেখতেই উপস্থিত হয়েছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের সোশ্য়াল মিডিয়াতেও সেই ছবি পোস্ট করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)