Shastri on Hardik: মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন হার্দিক, ফাঁস করলেন শাস্ত্রী
Team India: আইপিএল নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিয়েছিল। যে ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সেই ঘটনার কথা জানালেন জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী)।
মুম্বই: আইপিএল নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিয়েছিল। যে ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সেই ঘটনার কথা জানালেন জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে শাস্ত্রী বলেছেন, 'মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ায় হতচকিত হয়ে গিয়েছিল হার্দিক। তবে গুজরাত টাইটান্স ওকে নিলাম থেকে কিনেছিল ও দায়িত্ব দিয়েছিল। সেটা ওর সেরাটা বার করে এনেছে। হার্দিকের পক্ষে বিষয়টা ভালই হয়েছে।'
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর বেশ কয়েক মাস ভারতীয় দলের বাইরেই ছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। চোটের জেরেই নিজের সেরা পারফরম্যান্সটা দিতে পারেননি তিনি। তবে আইপিএলে (IPL) কামব্যাক করার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন হার্দিক। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি এখন অধিনায়ক হার্দিকও মাঠে কাঁপাচ্ছেন।
চিন্তিত প্রাক্তনী
আইপিএলে আর্বিভাবেই গুজরাত টাইটান্স ফ্রাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করার পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের নেতৃত্ব দিয়েও সফল হার্দিক। আইরিশদের ২-০ ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজেও নজর কেড়েছেন। বল হাতেও উইকেট নিয়েছিলেন তারকা অলরাউন্ডার। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) কিন্তু হার্দিকের বোলিং নিয়ে খানিকটা চিন্তায়। তাঁর মতে ওয়ান ডে তে অলরাউন্ডার হওয়াটা বেশ কঠিন কাজ।
অলরাউন্ডার হিসেবে ওয়ান ডে খেলা কঠিন
ভারতীয় প্রাক্তনী বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ও ডাক পেয়েছে। তবে এই সিদ্ধান্তটা নিয়ে আমি বেশ চিন্তিত। অলরাউন্ডারের জন্য ৫০ ওভারের ক্রিকেট খুবই কষ্টকর। সাড়ে তিন ঘণ্টায় ১০ ওভার বল করা এবং তার উপর যদি প্রথমে ব্যাটিংয়ের শেষের দিকে ব্যাট করতে হয়, তার উপর যদি কেউ অপরাজিত থাকেন, তাহলে শারীরিকভাবে তাতে ভীষণ ধকল যায়।’
আরও পড়ুন: কাইফের ব্যাটে ইতিহাস, স্নায়ুর চাপ কাটাতে সিনেমা দেখতে চলে গিয়েছিলেন উদ্বিগ্ন বাবা-মা