শাহরুখ, রবীনার সঙ্গে আলিবাগে বর্ষশেষ উদযাপন রবি শাস্ত্রীর
বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ও ধারাবাহিক দল হিসবে চলতি বছর নিজেদের মেলে ধরেছে কোহলি-ব্রিগেড।
নয়াদিল্লি: ২০১৯ সালটা ভারতীয় ক্রিকেট টিমের ভালই কেটেছে। বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ও ধারাবাহিক দল হিসবে চলতি বছর নিজেদের মেলে ধরেছে কোহলি-ব্রিগেড। তাই বছর শেষে সাময়িক বিরতি নিলেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। তাই, আলিবাগে বলিউড অভিনেতা শাহরুখ খান ও রবীনা টন্ডনের সঙ্গে বর্ষশেষ উদযাপন করছেন শাস্ত্রী। মঙ্গলবার ইনস্টাগ্রামে এসআরকে, টন্ডন ও শিল্পপতি গৌতম সিংহানিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন শাস্ত্রী। লেখেন, আলিবাগ হল স্বর্গ। এই সময়ের কয়েকজন মেধাবীদের সঙ্গে দুরন্ত কথোপকথন হল।
শাস্ত্রীর এই পোস্টে মন্তব্য করতে দেরি করেননি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন, যিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয়। কয়েকটি শ্যাম্পেনের বোতলের ছবি দিয়ে তিনি ভারতীয় কোচকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান।
শাস্ত্রীর অধীনে টিম ইন্ডিয়া দারুনভাবে শেষ করেছে চলতি বছর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন ও টি-২০ সিরিজে জয় হাসিল করেছে। পাশাপাশি, এক নম্বর টেস্ট দল হিসেবে বছর শেষ করেছে। একদিনের তালিকায় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। তবে, টি-২০ তালিকায় পাঁচ নম্বরে ভারত। খেলার সর্বকনিষ্ঠ ফর্ম্যাটে এখনও উন্নতির অনেক অবকাশ রয়েছে টিম ইন্ডিয়ার। ২০২০-তে প্রচুর টি-২০ প্রতিযোগিতা হবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য টি-২০ বিশ্বকাপ। এর পাশাপাশি, বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। ৫ তারিখ থেকেই শুরু হবে ভারতের অভিযান।