এক্সপ্লোর
Advertisement
৪ ওভারে ১২/১, ‘২০২০-র আইপিএলে সেরা পারফরম্যান্স’! ট্যুইট ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ে মুগ্ধ রবি শাস্ত্রীর
সুন্দরের বোলিং অস্বস্তিতে ফেলে মুম্বই ইন্ডিয়ান্সের টপ-অর্ডার, বিশেষ করে রোহিত শর্মাকে। অধিনায়ক রোহিত দ্বিতীয় ওভারেই সুন্দরকে হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে পবন নেগির হাতে ধরা পড়েন। পরের তিন ওভারেও চমত্কার লাইন, লেংথে বল ফেলে মুম্বইয়ের ব্যাটসম্যানদের বেঁধে রাখেন সুন্দর। গোটা স্পেলে একটিও বাউন্ডারি দেননি।
দুবাই: মঙ্গলবারের রুদ্ধশ্বাস উত্তেজনার বারুদে ঠাসা দুবাইয়ের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) ম্যাচে প্রাধান্য ছিল দুদলেরই ব্যাটসম্যানদের। তাঁদের বিস্ফোরক ব্য়াটিংয়ের মধ্য়েই বল হাতে একজন দুরন্ত পারফরম্যান্স দেখালেন। তিনি ওয়াশিংটন সুন্দর। ৪ ওভারে মাত্র ১২রান দিয়ে ঝুলিতে ভরেন ১টি উইকেট। রীতিমতো সমীহ করার মতো পারফরম্যান্স, যা মুগ্ধ করেছে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচি রবি শাস্ত্রীকে, এতটাই যে তিনি বলেই ফেললেন, এবারের সেরা আইপিএল পারফরম্যান্স এটা! বিরাট কোহলির দলের এই বোলারকে ব্য়াটসম্যানদের বিপাকে ফেলতে দেখে শাস্ত্রী ট্যুইট করেছেন, ব্য়াটসম্যানদের দুনিয়ায় চেন্নাই থেকে ওয়াশিংটন। এখনও পর্যন্ত এটাই ২০২০-র আইপিএলের সেরা পারফরম্যান্স। স্পেশাল।
In a batsman’s world - from Chennai to Washington. Best IPL performance so far in 2020. Special ✊ #IPL2020 #RCBvMI pic.twitter.com/xIW97CnIxB
— Ravi Shastri (@RaviShastriOfc) September 28, 2020
সুন্দরের বোলিং অস্বস্তিতে ফেলে মুম্বই ইন্ডিয়ান্সের টপ-অর্ডার, বিশেষ করে রোহিত শর্মাকে। অধিনায়ক রোহিত দ্বিতীয় ওভারেই সুন্দরকে হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে পবন নেগির হাতে ধরা পড়েন। পরের তিন ওভারেও চমত্কার লাইন, লেংথে বল ফেলে মুম্বইয়ের ব্যাটসম্যানদের বেঁধে রাখেন সুন্দর। গোটা স্পেলে একটিও বাউন্ডারি দেননি। ফলে ২০২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মুম্বই ধাক্কা খায়। যদিও পরে ঈশান কিষাণ (৯৯) ও কায়রন পোলার্ড (৬০) পিটিয়ে খেলেন। ১২-তম ওভারে মুম্বই ছিল ৪ উইকেট ৭৮। তারপরই ভয়ঙ্কর হয়ে ওঠে কিষাণ-পোলার্ড জুটি। ১১৯ রান তোলেন তাঁরা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে মুম্বই হোঁচট খায় নবদীপ সাইনির বোলিংয়ে, মাত্র সাত রান তোলে। আরসিবি শেষ বলে সেই রান তাড়া করে তুলে ফেলে ম্যাচ পকেটে পুরে ফেলে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement