এক্সপ্লোর
মাস্ক না পরায় আটকান মহিলা পুলিশকর্মী, জরিমানা চাইতেই রবীন্দ্র জাডেজার স্ত্রীর বিরুদ্ধে তর্ক করার অভিযোগ
তবে জাডেজা বা তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
রাজকোট: করোনা সংক্রমণের জেরে গত কয়েকমাস ধরে বন্ধ খেলা। কিন্তু এরই মধ্যে বিতর্কে জড়ালেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তাঁর স্ত্রী রাজকোটের রাস্তায় মাস্ক না পরে বেরনোয় তাঁদের গাড়ি আটকান এক মহিলা পুলিশকর্মী। অভিযোগ, জরিমানা দেওয়ার বদলে তর্ক জুড়ে দেন জাডেজার স্ত্রী রিবাদা। বচসা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা কনস্টেবল। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তবে জাডেজা বা তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ মনোহর সিংহ জাডেজা জানিয়েছেন, ‘গতকাল রাতে এই ঘটনা ঘটে রাজকোটের কৃষ্ণপাড়া চকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রিবাদা জাডেজা মাস্ক পরেননি। পরিস্থিতি কেন উত্তপ্ত হয়ে উঠল, সেটা তদন্ত করলে তবেই জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, দু’পক্ষই বচসায় জড়ায়। সেই সময় অসুস্থ হয়ে পড়েন হেড কনস্টেবল সোনাল গোসাই। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এখন ভাল আছেন।’
গুজরাতে কিছুদিন আগেই এক বিধায়কের ছেলে মাস্ক না পরে রাস্তায় বেরনোয় আটকান এক মহিলা পুলিশকর্মী। এই ঘটনার রেশ অনেকদূর গড়ায়। চাপের মুখে শেষপর্যন্ত চাকরি ছেড়ে দেন ওই পুলিশকর্মী।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
