এক্সপ্লোর
IPL Final Score, KXIP vs RCB: ১০৯ অলআউট ব্যাঙ্গালোর, ৯৭ রানে জয় পঞ্জাবের
আজ দুবাইয়ে দ্বিতীয় ম্যাচ খেলছে দু’দল।

Background
দুবাই: কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ফলে আজ প্রথমে ব্যাটিং করছে কে এল রাহুলের দল। আজ দু’দলই চলতি আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে।
23:09 PM (IST) • 24 Sep 2020
পঞ্জাবের হয়ে রবি বিষ্ণোই ও মুরুগান অশ্বিন তিনটি করে উইকেট নেন। জোড়া উইকেট নেন কট্রেল। একটি করে উইকেট নেন শামি ও ম্যাক্সওয়েল।
23:08 PM (IST) • 24 Sep 2020
দেবদত্ত, বিরাট, চাহল ও স্টেইন ১ রান করেন। স্টেইন অবশ্য অপরাজিত থাকেন। কোনও রান করতে পারেননি ফিলিপ্পে ও উমেশ। ৬ রান করেন নবদীপ।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















