এক্সপ্লোর
টেস্ট দলে ফিরে রেকর্ড গড়লেন পার্থিব

মোহালি: ৮ বছর ১০৬ দিন পরে ফের ভারতীয় দলের হয়ে টেস্ট খেলতে নেমে রেকর্ড গড়লেন উইকেটকিপার পার্থিব পটেল। তাঁর আগে ভারতের কোনও ক্রিকেটার এতদিন পরে টেস্ট দলে ফিরে আসেননি। মহিন্দর অমরনাথ ৬ বছর ২৫ দিন পরে টেস্ট দলে ফিরেছিলেন। আজ তাঁকে টপকে গেলেন পার্থিব।
২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় পার্থিবের। ২০০৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। তারপর মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে খেলতে নামলেন এই উইকেটকিপার।
চলতি সিরিজে ভারত ১-০ এগিয়ে। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ভারত জিতলেও, সেই টেস্টে উরুর চোটের জন্য তৃতীয় টেস্টে খেলতে পারছেন না ঋদ্ধিমান সাহা। তাঁর চোটই পার্থিবকে ফের টেস্ট খেলার সুযোগ করে দিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















