এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
লাল বল, সাদা বল, এখন গোলাপি বল, সমস্ত ফরম্যাটেই সেরা ব্যাটসম্যান কোহলি, বললেন ভন
বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে গোলাপি বলে দিনে-রাতের টেস্টের দ্বিতীয় দিন কেরিয়ারের ২৭ তম সেঞ্চুরি করলেন ভারতীয় দলের অঘিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের সমর্থকরা স্বাভাবিকভাবেই বিরাট-বন্দনা করছেন। প্রাক্তন ক্রিকেটাররাও কোহলির প্রশংসা করেছেন।
নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে গোলাপি বলে দিনে-রাতের টেস্টের দ্বিতীয় দিন কেরিয়ারের ২৭ তম সেঞ্চুরি করলেন ভারতীয় দলের অঘিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের সমর্থকরা স্বাভাবিকভাবেই বিরাট-বন্দনা করছেন। প্রাক্তন ক্রিকেটাররাও কোহলির প্রশংসা করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের ট্যুইট-লাল বল...সাদা বল...এখন গোলাপি বল...বর্তমান সময়ে সমস্ত ফরম্যাটেই সেরা ব্যাটসম্যান কোহলি।
উল্লেখ্য, এদিন ১৯৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলে আউট হন কোহলি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গোলাপি বলে শতরানের মালিক হলেন কোহলি। গতকালই অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুততম পাঁচ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছিলেন কোহলি। মাত্র ৮৬ ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ভারতের অধিনায়ক কোহলি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে পিছনে ফেলেছেন তিনি। পন্টিং অধিনায়ক হিসেবে ৯৭ ইনিংসে পাঁচ হাজার রান করেছিলেন।Red Ball ... White Ball ... Now Pink Ball ... @imVkohli is the best Batsman across all formats in this era ... #100 #INDvBAN
— Michael Vaughan (@MichaelVaughan) November 23, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement