এক্সপ্লোর
অস্ট্রেলিয়ার টি-২০ দলের সহকারী কোচ পন্টিং

সিডনি: শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী মাসে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ নির্বাচিত হলেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। কয়েকদিন আগেই পন্টিংয়ের সতীর্থ জেসন গিলেসপি বোলিং কোচ হয়েছেন। প্রধান কোচ প্রাক্তন ওপেনার জাস্টিন ল্যাঙ্গার। এই দুই সতীর্থর সঙ্গে ফের কাজ করবেন পন্টিং। তিনি এই নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ দলের অধিনায়ক ছিলেন পন্টিংই। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে তিনিই অধিনায়ক ছিলেন। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ এবার জাতীয় দলেরও দায়িত্ব পেলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















