(Source: ECI/ABP News/ABP Majha)
Asia Cup 2022: ভারত-পাকিস্তান ম্যাচে জিতবে কোন দল? রাখঢাক না করে সাফ জানিয়ে দিলেন পন্টিং
IND vs PAK: ২৮ অগাস্ট এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচের জন্য সপ্তাহ দু'য়েক বাকি থাকলেও, এখন থেকেই সেই নিয়ে দুই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
নয়াদিল্লি: এই মাসের শেষের দিকে, ২৭ অগাস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ (Asia Cup 2022)। টুর্নামেন্টের দ্বিতীয় দিন ২৮ অগাস্ট মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। কোনও রাখঢাক না করেই কিংবদন্তি অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিং কিন্তু ম্যাচে কে জয়ী হবে, তা আগেভাগেই জানিয়ে দিলেন।
ভারত-পাকিস্তান ম্য়াচ
ভারত-পাকিস্তান এখন আর দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তাই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ থাকলে তার বহু আগে থেকেই শুরু হয়ে যায় ম্যাচ ঘিরে জল্পনা-কল্পনা, কে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী। এবারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচেও তার অন্যথা হচ্ছে না। ম্যাচের জন্য সপ্তাহ দু'য়েক বাকি থাকলেও, এখন থেকেই সেই নিয়ে দুই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এরই মধ্যে রিকি পন্টিং (Ricky Ponting) জানিয়ে দিলেন আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে তাঁর মতে জয়ের জন্য ভারতই ফেভারিট।
এ বিষয়ে তিনি বলেন, 'আমার মতে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতই জিতবে। পাকিস্তান দলের প্রতিভা বা দক্ষতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। ওরা দারুণ একটা ক্রিকেটীয় দেশ, যে দেশের থেকে প্রতিনিয়ত দারুণ দারুণ ক্রিকেটার উঠে আসে।' পাশাপাশি ভারতীয় দলই এশিয়া কাপও জিতবে বলে মনে করছেন পন্টিং। নিজের এহেন মতামতের কারণ ব্যাখাও করেন তিনি। পন্টিংয়ের মতে টিম ইন্ডিয়ার দলের গভীরতাই তাদের আসল শক্তি।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন
পন্টিং বলেন, 'কোনও টুর্নামেন্টেই ভারতকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। শুধুমাত্র এশিয়া কাপ নয়, আমরা যখনই আসন্ন টি-টোয়োন্টি বিশ্বকাপের কথাও বলি, আমার মনে হয় ভারতীয় দল টুর্নামেন্টের সম্ভাব্য বিজয়ীদের মধ্যে অন্যতম। ওদের দলের গভীরতা অন্য যে কোনও দলের থেকেই অনেকটা বেশি এবং আমার মতে ভারতীয় দলই এশিয়া কাপও জিতবে।'
সর্বাধিক সাত বার এশিয়া কাপ জিতেছে ভারতীয় দল। এমনি সব মিলিয়ে মুখোমুখি ভারত-পাকিস্তানের সাক্ষাৎকারে জয়েক নিরিখে পাকিস্তান এগিয়ে থাকলেও, এশিয়া কাপে কিন্তু ভারতই বেশি ম্যাচ জিতেছে। মোট ১৩ বার এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত সামান্য বেশি সাতটি ম্যাচ জিতেছেন, পাকিস্তান জিতেছে পাঁচটি ম্যাচ, একটি ম্যাচ অমীমাংসিত।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বদলালেন ধোনি, পন্থ, সৌরভরা