MS Dhoni Har Ghar Tiranga: স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বদলালেন ধোনি, পন্থ, সৌরভরা
Independence Day 2022: ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক ভিডিও আপলোড করে সকল ভারতবাসীকে নিজের ঘরে জাতীয় পতাকা লাগানোর অনুরোধ করেছেন ইরফান পাঠান।
নয়াদিল্লি: আসন্ন সোমবারই ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। এই ৭৫তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এখন থেকেই দেশজুড়ে বিভিন্ন উপায়ে বিশেষ দিনটি পালনের পরিকল্পনা (India Independence Day Celebration) শুরু হয়ে গিয়েছে। সরকারের তরফে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর মাধ্যমে এই স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখার প্রকল্পও করা হয়েছ।
ধোনি, পন্থের সেলিব্রেশন
সোশ্যাল মিডিয়াও এই সেলিব্রেশনের বাইরে নয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বহু ব্যক্তিই নিজের ছবি বদলে প্রোফাইলের ছবির জায়গায় তেরঙ্গা পতাকা করে দিচ্ছেন। মহাতারকারাও এই প্রক্রিয়ার বাইরে নন। ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান, উভয় সময়েরই দুই তারকা কিপার মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এবং ঋষভ পন্থ (Rishabh Pant) নিজের সোশ্যাল মিডিয়ার ছবি বদলে জাতীয় পতাকার রঙে তা রাঙিয়েছেন।
মতান্তরে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক তথা কিপার-ব্যাটার হলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মূল ছবি বদলে দিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনির প্রোফাইলের প্রধান ছবির জায়গায় রয়েছে জাতীয় পতাকা এবং তার সঙ্গে সংস্কৃতে এক লেখা। সেই লেখাটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'আমার পরম ভাগ্য যে আমি ভারতীয়।' শুধু ধোনি নন, তাঁর 'শিষ্য' তথা বর্তমান জাতীয় দলের তারকা কিপার ঋষভ পন্থও নিজের প্রোফাইলের ছবি বদলে দিয়েছেন। তিনি প্রোফাইলের ছবির জায়গায় একটি তেরঙ্গা রাঙানো মুঠোর ছবি রেখেছেন। প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠানও নিজের প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছেন।
ইরফানের বার্তা
View this post on Instagram
ইরফান সেই ভিডিও দেশবাসীর উদ্দেশে এক বার্তা দিয়ে সকলের ঘরে জাতীয় পতাকা লাগানোর জন্য অনুরোধ করেছেন। প্রাক্তন ফাস্ট বোলার নিজেও জাতীয় পতাকার সামনে দাঁড়িয়েই গোটা ভিডিওটি করেন। এছাড়া বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তথা সচিব জয় শাহও নিজের প্রোফাইলের ছবি বদলে সেখানে জাতীয় পতাকা রেখেছেন।
আরও পড়ুন: মহিলাদের আইপিএলের জন্য তুঙ্গে প্রস্তুতি, সময়ও ঠিক করে রেখেছে সৌরভদের ক্রিকেট বোর্ড!