এক্সপ্লোর
Advertisement
পুরুষ হকিতে কানাডার সঙ্গে ড্র ভারতের
রিও ডি জেনেইরো: কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। নিয়মরক্ষার ম্যাচে কানাডার সঙ্গে ২-২ ড্র করে গ্রুপ লিগ শেষ করল ভারতের পুরুষ হকি দল। দু বার এগিয়ে গিয়েও গোল হজম করে পয়েন্ট ভাগ করে নিতে হল শ্রীজেশ-সর্দার সিংহদের।
গ্রুপ লিগের শেষ ম্যাচ ড্র করার ফলে পাঁচ ম্যাচ খেলে সাত পয়েন্ট পেল ভারত। এই মুহূর্তে গ্রুপ বি-তে তিন নম্বরে আছে ভারত। এই অবস্থান বজায় থাকলে শেষ আটের ম্যাচে অস্ট্রেলিয়া বা স্পেনের মুখোমুখি হবে ভারত। তবে গ্রুপের অন্য ম্যাচের ফলের পর যদি ভারতীয় দল চার নম্বরে নেমে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে হবে।
কানাডার বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। তবে গোল পাওয়ার জন্য ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। আকাশদীপ সিংহ প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন। যদিও এক মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেয় কানাডা। এই গোলটির ক্ষেত্রে নিজের দায় এড়াতে পারবেন না ভারতের অধিনায়ক শ্রীজেশ। এবারের অলিম্পিকের শুরু থেকে ভাল খেললেও, কানাডার স্কট টাপারের শট আটকাতে ব্যর্থ হন ভারতের গোলকিপার।
তৃতীয় কোয়ার্টারে দলের দ্বিতীয় গোল করেন রঘুনাথ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে সেই গোল শোধ করে দেয় কানাডা। এরপর আর গোল হয়নি এই ম্যাচে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement