Rishabh Pant: হাতে নেই গ্লাভস, ব্যাট, ভোল বদলে পন্থ যেন মির্জাপুরের মুন্না ভাইয়া
Rishabh Pant Looks: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পন্থ। তিনি ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছেন।
নয়াদিল্লি: স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। ব্যাট হাতে ইংল্যান্ডের (England) মাটিতে টেস্টে ও ওয়ান ডে ফর্ম্য়াটে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। উইকেটের পেছনেও অবিশ্বাস্য উন্নতি, যা চোখে পড়ছে প্রতি মুহূর্তেই। কিন্তু হঠাৎ ঋষভ পন্থের (Rishabh Pant) এ কী হল? ক্রিকেট ছেড়ে এবার কি সিনেমার পর্দায় দেখা যাবে তাঁকে? তারই প্রস্তুতি নিচ্ছেন দিল্লির এই তরুণ ক্রিকেটার?
সোশাল মিডিয়ায় কী ছবি পোস্ট করলেন পন্থ?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পন্থ। তিনি ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে দেখা যাচ্ছে যে গলায় সোনার চেন, হাতে ব্রেসলেট, সাদা গোলগলা টি শার্ট ও প্য়ান্ট পরে আছেন। আর মির্জাপুর ছবি মুন্নাভাইয়ের জনপ্রিয় সংলাপটি নিজের ছবির ক্যাপশনে ব্যবহার করেছেন তিনি। পন্থ লিখেছেন, ''অউর এক নয়া নিয়ম অ্যাড কর রহে হে হাম, মির্জাপুর কি গাড্ডি পর বেয়ঠনে ওয়ালা কভিভি নিয়ম বদল সাকতা হে।'' যার বাংলা করলে দাঁড়ায়, ''আমি একটি নতুন নিয়ম যোগ করছি। মির্জাপুরের ক্ষমতায় যে থাকবে সে যে কোনও সময়ই নিয়ম বদলে দিতে পারবে।''
View this post on Instagram
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১১৩ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেছিলেন পন্থ। নিজের ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ওয়ান ডে সিরিজও ভারত ২-১ ব্যবধানে জিতে নেয়।
আরও পড়ুন: 'আমার অ্য়াকাডেমিতে আসুক', বিরাটকে পরামর্শ ছোটবেলার কোচের