এক্সপ্লোর
Advertisement
‘যেন সৌরভ-ধোনির মিশেল’, রোহিতকে নেতা করা নিয়ে জোরালো হচ্ছে সুর
অধিনায়কের জন্য নিজের উইকেট মাঠে ছুড়ে দিয়ে আসতে দুবার ভাবে না যখন কোনও ক্রিকেটার, তখন বুঝে নিতে হয় দলের প্রত্যেক সদস্য অধিনায়ককে কতটা ভরসা করে।
মুম্বই: ঠিক যেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির মিশেল, অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে এমনই মন্তব্য ইরফান পাঠানের।
চলতি বছরের আইপিএল খেতাব জয়ের সুবাদে গত আট বছরে মুম্বই ইন্ডিয়ান্স পঞ্চমবার খেতাব জিতেছে রোহিত শর্মার অধিনায়কত্বে। আর যার পরেই তাঁকে ভারতের টি-২০ অধিনায়ক করার বিষয়ে জোর সওয়াল করেছেন গৌতম গম্ভীর, মাইকেল ভনের মতো প্রাক্তন ক্রিকেটাররা। সেই সুরে গলা না মেলালেও রোহিতের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইরফান পাঠান।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘ও (রোহিত) যেন ধোনি ও গাঙ্গুলির মিশেল। গাঙ্গুলি সবসময় বোলারদের ওপর আস্থা রাখত। ধোনিও সেরকমই, তবে ধোনি বেশি ভরসা রাখে নিজের সহজাত ভাবনার উপর। রোহিতকে কখনই মাঠে বাড়তি কথা বলতে বা আবেগ প্রকাশ করতে দেখি না। তবে বোলাররা মার খেলে প্রথম ও ছুটে যায় পাশে দাঁড়াতে। খেলাটা খুব ভালো বোঝে ও। বুমরাহকে সাধারণত ১৮ নম্বরে ওভারে বোলিং করায় রোহিত। ফাইনালে পরিস্থিতির বিচারে ১৭ নম্বর ওভারে আনল, আর ওই ওভারটাই ম্যাচ মুম্বইয়ের পক্ষে এনে দিল।’
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে একাধিক তারকা ক্রিকেটার থাকলেও তাদেরকে যেভাবে রোহিত সামলায় তাঁরও প্রশংসা করেছেন পাঠান। পাশাপাশি ফাইনালে রোহিতের উইকেট বাঁচাতে সূর্যকুমার যাদব যেভাবে স্বেচ্ছা রানআউট হয়েও নায়কের তকমা পাচ্ছেন, তাতে সূর্যের সঙ্গে রোহিতেরও কৃতিত্ব পাওয়া দরকার বলে মনে করে ইরফান। তাঁর সাফ কথা, অধিনায়কের জন্য নিজের উইকেট মাঠে ছুড়ে দিয়ে আসতে দুবার ভাবে না যখন কোনও ক্রিকেটার, তখন বুঝে নিতে হয় দলের প্রত্যেক সদস্য অধিনায়ককে কতটা ভরসা করে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement