এক্সপ্লোর
ভিডিওতে দেখুন, মাঠের বাইরে বাসের ছাদে গিয়ে পড়ল রোহিত শর্মার মারা ৯৫ মিটার লম্বা ছক্কা
মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে ট্যুইটারে সেই ভিডিও পোস্ট করা হয়েছে।
দুবাই: আইপিএল শুরু হতে আর কয়েকদিন বাকি। সব দলই প্রস্তুতিতে ব্যস্ত। এই প্রতিযোগিতায় চারবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স যে এবারও ট্রফি জেতার লক্ষ্যে তৈরি হচ্ছে, অনুশীলনে সেটা বুঝিয়ে দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মারা ৯৫ মিটারের ছক্কা মাঠের বাইরে দিয়ে যাওয়া একটি বাসের ছাদে গিয়ে পড়ে। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে ট্যুইটারে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।
🙂 Batsmen smash sixes
😁 Legends clear the stadium
😎 Hitman smashes a six + clears the stadium + hits a moving 🚌#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @ImRo45 pic.twitter.com/L3Ow1TaDnE
— Mumbai Indians (@mipaltan) September 9, 2020
এবার রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন রোহিত। তাঁর আগে মাত্র তিনজন ক্রিকেটার ক্রীড়াক্ষেত্রে দেশের সেরা পুরস্কার পেয়েছেন। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি খেলরত্ন পেয়েছেন। ১৯৯৮ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পান সচিন। ২০০৭ সালে খেলরত্ন পান ধোনি। এরপর তৃতীয় ক্রিকেটার হিসেবে খেলরত্ন পান বিরাট। এবার রোহিতও এই পুরস্কার পেয়েছেন।
এ মাসের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রোহিতের মুম্বই ও ধোনির চেন্নাই সুপার কিংস। রোহিতরা তৈরি থাকলেও, নানা সমস্যায় জর্জরিত ধোনিরা। দলের দুই ক্রিকেটার সহ ১৩ জনের করোনা আক্রান্ত হওয়া, সুরেশ রায়নার দেশে ফিরে যাওয়া, হরভজন সিংহের দলে যোগ না দেওয়া সহ নানা কারণে চাপে সিএসকে শিবির। ধোনিরা কীভাবে এই সমস্যা সামাল দেবেন, সেটা দেখার অপেক্ষাতেই ক্রিকেটপ্রেমীরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement