এক্সপ্লোর
Advertisement
দেখুন: জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল ‘নট আউট’, মেজাজ হারালেন রোহিত শর্মা
বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে বিগড়ে গেল ভারতের অধিনায়ক রোহিত শর্মার মেজাজ। আসলে জায়ান্ট স্ক্রিনে আউটের সঙ্গেত ঘোষণায় বিভ্রাটের কারণেই মেজাজ হারালেন রোহিত। ঘটনা ঘটে বাংলাদেশের ইনিংসের ১৩ তম ওভারে।
রাজকোট: বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে বিগড়ে গেল ভারতের অধিনায়ক রোহিত শর্মার মেজাজ। আসলে জায়ান্ট স্ক্রিনে আউটের সঙ্গেত ঘোষণায় বিভ্রাটের কারণেই মেজাজ হারালেন রোহিত। ঘটনা ঘটে বাংলাদেশের ইনিংসের ১৩ তম ওভারে। যজুবেন্দ্র চাহলের বলে উইকেটরক্ষক ঋষভ পন্ত স্ট্যাম্প করেন বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকারকে। অনফিল্ড আম্পায়ার প্রথমে আউট ঘোষণা। কিন্তু পরক্ষণেই স্ট্যাম্পিং খতিয়ে দেখতে তৃতীয় আম্পায়ার অনিল চৌধুরীর কাছে সঙ্কেত দেন। সৌম্য সরকার তখন বাউন্ডারি লাইনে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলেন। জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে ‘নট আউট’। এতে ভারতীয় দলের অধিনায়ক ক্ষোভ প্রকাশ করেন। তবে চতুর্থ আম্পায়ার সঙ্গে সঙ্গেই সৌম্য সরকারকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। স্ক্রিনেও লেখা হয় ‘আউট’।
— Nishant Barai (@barainishant) November 7, 2019সৌম্য ২০ বলে ৩০ রান করেন। গতকালের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচ হবে আগামী রবিবার নাগপুরে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement