Asia Cup: ভারতের হারের মূলে কি রোহিতের ক্যাপ্টেন্সি? কী বলছেন পাঠান?
Asia Cup 2022: এশিয়া কাপে পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার ভারতের। সুপার ফোরে টানা ২ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে রোহিত বাহিনী।
দুবাই: রোহিত শর্মার নেতৃত্বের ভুলেই কি হারতে হল ভারতকে। পাকিস্তান ম্যাচের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও একই ভুল? অন্তত তেমনই মনে করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি মনে করেন শ্রীলঙ্কা ইনিংসের ১৯ তম ওভারে ভুবনেশ্বর নয়, অর্শদীপ সিংহের বল করা উচিত ছিল।
কী বলছেন পাঠান?
ইরফান পাঠান বলছেন, ''কাল খেলার শেষের দিকে মাঠের দিকে তাকালে দেখা যাচ্ছিল যে শিশির ছিল না। স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন সেখানে। এই পরিস্থিতিতে রোহিত কিছু সিদ্ধান্ত ভুল নিয়েছে বলেই আমার মনে হয়। প্রথমত দীপক হুডাকে দলে নেওয়ার পরেও ওকে বল দেওয়া হল না। দ্বিতীয়ত আমার মনে হয় ১৯ তম ওভারে অর্শদীপকে বল দেওয়া উচিত ছিল। কারণ ও বাঁহাতি বোলার। আর বাঁহাতি বোলারের বল বাইরের দিকে যাচ্ছিল। আমি ধারাভাষ্যের সময়ও এই কথাটা বলেছিলাম।''
মঙ্গলবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে কার্যত ফাইনালে পৌঁছে গেলেন দাসুন শনাকারা। ভারত সুপার ফোরের পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় কার্যত ফাইনালের দৌড়ের বাইরে।
তবে কার্যত কথাটা লিখতে হচ্ছে কারণ, অলৌকিক কিছু ঘটলে ভারত যেতে পারে ফাইনালে। কী সেই অলৌকিক কাণ্ড? পাকিস্তানকে বাকি দুই ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারতে হবে। আর ভারতকে বিরাট ব্যবধানে হারাতে হবে আফগানদের। একমাত্র তবেই ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও সেই সম্ভাবনা বড় একটা দেখছেন না ভারতীয় ক্রিকেটের কট্টর ভক্তরাও।
কী বলছেন রোহিত শর্মা?
শ্রীলঙ্কা ম্যাচ হারের পর রোহিত বলছেন, ''আবেশ সুস্থ হয়ে ওঠেনি। ও বেশ অসুস্থ আছে। আমরা যখন বিভিন্ন দেশের সফরে যাচ্ছিলাম, তখন আমাদের দলে চারজন পেসার থাকছিল। কিন্তু তিনজন পেসারকে খেলানো হলে কী হতে পারে, সেটাও আমরা পরখ করে নিতে চাইছিলাম। বিশ্বকাপের সময় আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তৈরি থাকতে চাই। হার্দিক দলে ফেরার পর থেকে আমরা সবসময় তিন পেসারের সঙ্গে খেলেছি। হার্দিক চতুর্থ পেসার হিসেবে খেলেছে। কিন্তু আমাদের সমস্ত বিকল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আমরা মোটামুটি ভালোভাবেই জানি যে আমাদের প্রথম একাদশ নিয়ে কীভাবে এগোতে হবে।''
আরও পড়ুন: 'শামি কেন দলে নেই?', দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন শাস্ত্রীর