এক্সপ্লোর
Advertisement
গেইল, আফ্রিদির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ৪০০ ছক্কা থেকে এক ধাপ দূরে রোহিত
এখনও পর্যন্ত মাত্র দু’জন ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁরা হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল (৫৩৪ ছক্কা) এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (৪৭৬ ছক্কা)।
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক নজির গড়ে চলেছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে তিনি আরও একটি নজির গড়ার মুখে দাঁড়িয়ে। এই সিরিজে একটি ছক্কা মারতে পারলেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৪০০ ছক্কা হয়ে যাবে। এখনও পর্যন্ত মাত্র দু’জন ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁরা হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল (৫৩৪ ছক্কা) এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (৪৭৬ ছক্কা)। এবার সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়কও এই নজির গড়ার পথে।
রোহিতের প্রশংসা করে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘যদি কোনও একজন ক্রিকেটারের নাম করতে হয়, যে টেস্ট ম্যাচে ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড ভেঙে দিতে পারে, তাহলে আমি রোহিত শর্মার নাম বলব। আমাদের দেশের মাঠগুলিতে লম্বা বাউন্ডারি থাকে। ফলে বেশিরভাগ সময়ই বাউন্ডারি মারা কঠিন হয়ে যায়। যখন ক্লান্তি গ্রাস করে, তখন ব্যাটসম্যানদের কাজ আরও কঠিন হয়ে যায়। আমি ৩৩৫ রানের ইনিংসের শেষদিকে বাউন্ডারি মারতে পারছিলাম না। সেই কারণে দুই রান করে নেওয়ার চেষ্টা করছিলাম।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement