এক্সপ্লোর
কার্তিককে কেন সাত নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিলেন? সমালোচনার জবাব দিলেন রোহিত

ছবি সৌজন্যে ট্যুইটার
কলম্বো: গতকাল চাপের মুখে অনভিজ্ঞ বিজয় শঙ্কর যখন একের পর এক বলে রান করতে পারছিলেন না, তখন ভারতের ক্রিকেটপ্রেমীরা তাঁর সমালোচনা তো করছিলেনই, বাদ যাচ্ছিলেন না এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। অভিজ্ঞ দীনেশ কার্তিকের আগে কেন বিজয়কে নামানো হল, সেই প্রশ্ন তুলছিলেন সবাই। ৮ বলে ২৯ রান করে দলকে জিতিয়ে সেই প্রশ্ন জোরাল করে দেন কার্তিক। তবে রোহিত জানালেন, কৌশলগত কারণেই কার্তিককে সাত নম্বরে নামানো হয়। কার্তিকের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘ও রাজ্য দলের হয়ে অনেক ম্যাচেই সাত নম্বরে ব্যাট করেছে। এমনকী, আমার সঙ্গে যখন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলত, তখনও ও এই জায়গায় ব্যাট করেছে। ওর দক্ষতার কথা আমি জানি। ডেথ ওভারে যে ধরনের শট খেলার দরকার, সেটা ও পারে। সেই কারণেই ওকে আগে নামাইনি। আমরা জানতাম, ও ম্যাচ শেষ করে দিতে পারে। এখন আমি গর্ব করে বলতে পারি, এই কৌশল কাজে লেগেছে।’ গতকালের ম্যাচে ১৮ ওভারের শেষে ভারতের রান ছিল ৫ উইকেটে ১৩৩। শেষ ২ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৩৪ রান। কার্তিক সেই অবস্থায় ব্যাট করতে নেমে প্রথম বলে ছক্কা মেরে শুরু করেন। মোট তিনটি ছক্কা ও দু’টি বাউন্ডারি মারেন তিনি। শেষ বলে ছক্কা মেরে ভারতকে জেতান এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদেই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত থাকল ভারতীয় দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















