Rohit Shrma: রোহিতকে নিয়ে এ কী বললেন ভারতের জনপ্রিয় আম্পায়ার?
Rohit Sharma Update: বিশ্বের যে কোনও ভয়ঙ্কর বোলারই হোক না কেন, রোহিত শর্মা নিজের সেরা ছন্দে থাকলে কোনও বোলারকেই রেয়াত করেন না।
মুম্বই: কিছুদিন আগেই ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আগের বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল টিম ইন্ডিয়া তাঁরই অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। হিটম্য়ানের ঠাণ্ডা মাথায়, নেতৃত্বগুণ নিয়ে প্রশংসা করেছেন বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট ব্যক্তিত্বরাও। অনেকে তো রোহিতের মধ্যে ধোনির ছায়াও দেখতে পান। তবে আদৌ কি রোহিত এতটাই ঠাণ্ডা মাথার মানুষ? ভারতের জনপ্রিয় আম্পায়ার অনিল চৌধুরী এবার হিটম্য়ানকে নিয়ে কী জানালেন জানেন?
মাঠে ভারতের অনেক ম্য়াচেই আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন অনিল চৌধুরী। রোহিতের সঙ্গে মাঠে যে বিভিন্ন মুহূর্ত কাটিয়েছেন, সেই অভিজ্ঞতা থেকেই অনিল চৌধুরী বলছেন, ''রোহিতকে দেখে মনে হয় ও ভীষণ ক্যাজুয়াল। কিন্তু আদতে কিন্তু তেমনটা নয়। ওঁ ভীষণ স্মার্ট ক্রিকেটার। খেলাটা অসম্ভব ভাল বোঝে। ক্রিকেটের আইকিউ দুর্দান্ত।'' এরপরই অনিল চৌধুরী আরও বলেন, ''রোহিত যখন ব্যাটিং করে, তখন দেখলে মনে হয় বোলাররা ১২০ কিমি/ঘণ্টা গতিবেগে বল করছে। অন্য কেউ ব্যাট করলে মনে হয় বোলার ১৬০ কিমি/ঘণ্টা গতিতে বল করছেন।''
View this post on Instagram
বিশ্বের যে কোনও ভয়ঙ্কর বোলারই হোক না কেন, রোহিত শর্মা নিজের সেরা ছন্দে থাকলে কোনও বোলারকেই রেয়াত করেন না। সেই প্রসঙ্গ টেনেই অনিল চৌধুরী বলেন, ''রোহিত শর্মা যখন ব্যাটিং করতে নামে, তখন আম্পায়ারদের কাজ আরও সহজ হয়ে যায়। কারণ ওঁ কখনওই টুকটুক করে ব্যাটিং করে না। হয় মারকাটারি ব্যাটিং করবে, নয়ত দ্রুত আউট হয়ে যাবে। এছাড়াও রোহিতের ফুটওয়ার্ক দুর্দান্ত।''
এদিকে, টেস্ট ক্রিকেটে ইংল্যন্ডের হয়ে সর্বাধিক ৩৪টি শতরান হাঁকালেন জো রুট। ইংল্যান্ডের জার্সিতে টেস্টে এতদিন সর্বাধিক টেস্ট শতরানের মালিক ছিলেন অ্যালেস্টার কুক। লর্ডসের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্টে নিজের কেরিয়ারের ৩৪ তম শতরান হাঁকিয়ে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ছেলের এই নজির গড়ার মুহূর্তে লর্ডসে উপস্থিত ছিলেন রুটের বাবাও। শতরান হাঁকিয়ে মাঠ ছাড়ার সময় বাবা- ছেলের আবেগঘন মুহূর্তও ধরা পড়ল ক্যামেরায়। লর্ডসে দ্বিতীয় ইনিংস শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গে সুনীল গাওস্করকেও ছুয়ে ফেললেন রুট।