Rohit Sharma Update: অনন্য মাইলস্টোন, রোহিতের নেতৃত্বে ১০০০ তম ওয়ান ডে খেলতে নামছে টিম ইন্ডিয়া
১৯৭৪ সালে অজিত ওয়াদেকরের নেতৃত্বে প্রথমবার ওয়ান ডে ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ৫০০ তম ওয়ান ডে ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly)।
মুম্বই: চোট সারিয়ে জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা (rohit sharma)। ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে আগামী ৬ ফেব্রুয়ারি প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল (indian cricket team)। আর সেই ম্যাচ হতে চলেছে ভারতের ১০০০ তম ওয়ান ডে ম্যাচ। অর্থাৎ বিশেষ ম্যাচে ভারতের সীমিত ওভারের ফর্ম্য়াটে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত।
১৯৭৪ সালে অজিত ওয়াদেকরের নেতৃত্বে প্রথমবার ওয়ান ডে ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ৫০০ তম ওয়ান ডে ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর ৭০০, ৮০০ ও ৯০০ তম ওয়ান ডে ম্যাচে দেশের নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এবার ১০০০ তম ম্যাচে দেশকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক ম্য়াচ খেলেছে অস্ট্রেলিয়া। তাদের ঝুলিতে রয়েছে ৯৫৮ ওয়ান ডে ম্যাচ। পাকিস্তানের ঝুলিতে রয়েছে ৯৩৬ ম্যাচ। তবে জয়ের নিরিখে সবেচেয়ে বেশি ৫৮১ ম্য়াচ জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা ভারত ৫১৮ ম্যাচে জয় পেয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হল। প্রত্যাশিতভাবে অধিনায়ক হিসেবে দলে ফিরলেন রোহিত শর্মা। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন কে এল রাহুল। যদিও তাঁকে দ্বিতীয় ওয়ান ডে থেকে তাঁকে পাওয়া যাবে। তবে ২ ফর্ম্যাটের সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি ও জশপ্রীত বুমরাকে। ওয়ান ডে স্কোয়াডে ফিরে এসেছেন কুলদীপ যাদব। এছাড়া প্রথমবারের জন্য জাতীয় দলের ২ ফর্ম্যাটেই ডাক পেয়েছেন রবি বিষ্ণোই। ওয়ান ডে স্কোয়াডে দলে জায়গা করে নিয়েছেন আবেশ খান, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা, প্রসিদ্ধ কৃষ্ণ। টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছেন ভুবনেশ্বর কুমারকে। যদিও তিনি জায়গা পাননি ওয়ান ডে স্কোয়াডে।
আরো পড়ুন: মাঠে আরো বেশি সময় কাটাতে চাইছেন ডার্বির নায়ক কিয়ান নাসিরি