Portugal vs Hungary: জোড়া গোলে প্লাতিনির রেকর্ড ভাঙলেন রোনাল্ডো, হাঙ্গেরি-বধ পর্তুগালের
ইউরো কাপের প্রথম ম্যাচেই বড় জয় পর্তুগালের।
বুদাপেস্ট: ইউরো কাপের (EURO CUP) প্রথম ম্যাচেই বড় জয় পর্তুগালের (Portugal)। গতবারের চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়ে দিল হাঙ্গেরিকে (Hungary)। জোড়া গোল করে নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
মঙ্গলবারের দুই গোল মিলিয়ে ইউরো কাপে ১১ গোল হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এর আগে মিশেল প্লাতিনির ৯ গোল ছিল ইউরো কাপে। সেই রেকর্ড ভেঙে দিলেন সিআরসেভেন। সেই সঙ্গে পর্তুগাল হাঙ্গেরির বিরুদ্ধে গ্রুপ অফ ডেথে ৩-০ গোলে জয়লাভ করে। পর্তুগালের হয়ে রোনাল্ডোর দু'গোলের পাশাপাসি একটি গোল করেন রাফায়েল গুয়োরারো।
মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে চলতি ইউরো কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধে পর্তুগাল একের পর এক আক্রমণ করলেও গোলের দরজা খুলতে পারেনি। হাঙ্গেরির রক্ষণভাগের ফুটবলাররা দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন। তবে প্রথমার্ধের একেবারে শেষের দিকে ৪৩ মিনিটে গোল করার একটা সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্রুনো ফার্নান্ডেজ বক্সে পাস দিয়েছিলেন। সেখানেই দাঁড়িয়েছিলেন পর্তুগিজ অধিনায়ক। বলটা রিসিভ না করেই মারেন রোনাল্ডো। বল গোলপোস্টের কিছুটা ওপর দিয়ে বেরিয়ে যায়। রোনাল্ডো হতাশায় মুখ ঢেকে ফেলেন।
শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, জোড়া সুযোগ পেয়েছিলেন জ়োটাও। কিন্তু, প্রতিবারই হাঙ্গেরির গোলরক্ষক তাঁর শটগুলো প্রতিহত করেন। অন্যদিকে হাঙ্গেরির হয়ে একমাত্র সুযোগটি পান অ্যাডাম জ়ালাই। তাঁর হেড সরাসরি পর্তুগিজ গোলরক্ষক প্যাট্রিসিওর হাতে গিয়ে জমা পড়ে। ম্যাচের প্রথমার্ধে স্পষ্টতই রাশ পর্তুগালের হাতে ছিল। তাদের দখলে ৬৬ শতাংশ বল ছিল। ৪৯ মিনিটে হাঙ্গেরির অধিনায়ক অ্যাডাম সলয় একটা চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর দুর্বল শট সোজা পর্তুগালের গোলরক্ষক রুই প্যাট্রিসিওর হাতে জমা পড়ে।
ম্যাচের ৮০ মিনিটে হাঙ্গেরির ফুটবলার সিগার গোল করলেও সেটি বাতিল হয়। ৮৪ মিনিটের মাথায় রাফায়েল গুয়োরারো দলকে এগিয়ে দেন। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। ৯২ মিনিটের মাথায় আবারও রোনাল্ডো ম্যাজিক। প্রায় একক প্রচেষ্টায় ৩-০ করেন তিনি।