এক্সপ্লোর
Advertisement
রস টেলরের সমালোচনায় ব্রেন্ডন ম্যাকালাম
ওয়েলিংটন: ড্রেসিংরুমের মনকষাকষির ঘটনা প্রকাশ্যে আনলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম। নিজের আত্মজীবনী 'ডিক্লেয়ার্ড'-এ নিজের সতীর্থ তথা দলের প্রাক্তন অধিনায়ক রস টেলরকে একহাত নিয়েছেন ম্যাকুলাম। তাঁর ও রস টেলরের মধ্যে সংঘাতের ঘটনা আত্মজীবনীর পুরো একটা অধ্যায়ে লিখেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন এই বিধ্বংসী ব্যাটসম্যান-উইকেটরক্ষক। রস টেলরের অধিনায়কত্বের তীব্র সমালোচনাও করেছেন ম্যাকালাম।
রস টেলরের সঙ্গে ম্যাকালামের সম্পর্ক মধুর নয় বলেই খবর। আর ম্যাকালামের আত্মজীবনীতে তারই প্রতিফলন ঘটেছে। ম্যাকালাম দাবি করেছেন, রস টেলরকে অধিনায়ক পদ থেকে ছাঁটাইয়ের ব্যাপারে তাঁর কোনও ভূমিকাই ছিল না।
ম্যাকালাম বলেছেন, টিম মিটিংয়ে মুখে কুলুপ এঁটে থাকতেন অধিনায়ক রস টেলর। সহ-খেলোয়াড়দের সঙ্গে মতামত বিনিময়ও করতেন না। দলের মিটিংয়ে কোচ মাইক হেসন খেলোয়াড়দের মতামত জেনে তা অধিনায়কের কাছে তুলে ধরতেন। কিন্তু রস টেলর নিজের কোনও মতামত জানাতেন না। দলের রণকৌশল স্থির করার ক্ষেত্রে সেভাবে নেতৃত্ব দিতে পারতেন না টেলর। শুধুমাত্র মতামত জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্তব্য সমাধা করতেন তিনি।
উল্লেখ্য, টেলরের নেতৃত্বে ২০১২-র ডিসেম্বরে প্রথমবার শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জেতে নিউজিল্যান্ড।কিন্তু এরপর অধিনায়ক পদে ইস্তফা দেন এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন। ম্যাকালাম অধিনায়ক নির্বাচিত হন।
ড্যানিয়েল ভেট্টোরির অবসরের পর যে পদ্ধতিতে টেলরকে অধিনায়ক পদে বেছে নেওয়া হয়েছিল, তারও সমালোচনা করেছেন ম্যাকালাম। উল্লেখ্য, ওই সময় অধিনায়ক পদের দাবিদার ছিলেন ম্যাকালাম। কিন্তু নিউজিল্যান্ড বোর্ড টেলরকে অধিনায়ক বেছে নেয়। এরপরই দুজনের সম্পর্কে চিড় ধরে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement