এক্সপ্লোর
দিল্লি ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়ে জয়ে ফিরল আরসিবি
![দিল্লি ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়ে জয়ে ফিরল আরসিবি Royal Challengers Bangalore Beat Delhi Daredevils By 15 Runs In Ipl Match দিল্লি ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়ে জয়ে ফিরল আরসিবি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/09000918/000_NE31Y-340x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঋষভ পন্থের লড়াই ব্যর্থ
বেঙ্গালুরু: এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে দ্বিতীয় ম্যাচেই দিল্লি ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়ে জয়ে ফিরল আরসিবি। উত্তেজক ম্যাচে অসাধারণ জয় পেয়ে উজ্জীবিত বিরাট কোহলিহীন আরসিবি শিবির।
এদিন প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৭ রান করে। ক্রিস গেইল (৬) এদিনও ব্যর্থ। বিরাটের বদলে অধিনায়কত্ব করা শেন ওয়াটসন করেন ২৪ রান। বড় রান করেন একমাত্র কেদার যাদব (৬৯)। দিল্লির হয়ে ক্রিস মরিস তিনটি এবং জাহির খান দুটি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন দিল্লির দুই ওপেনার আদিত্য তারে (১৮) ও স্যাম বিলিংস (২৫)। কিন্তু এরপর একমাত্র ঋষভ পন্থ (৫৭) ছাড়া কেউ ক্রিজে টিকে থাকতে পারেননি। ঋষভ যতক্ষণ ক্রিজে ছিলেন, দিল্লি জয়ের আশা করছিল। কিন্তু তিনি ফিরে যেতেই সব আশা শেষ। ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে দিল্লি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)